পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Eshwarappa Resigns : ঠিকাদার আত্মহত্যায় অভিযুক্ত কর্নাটকের মন্ত্রীর পদত্যাগ - ঠিকাদার আত্মহত্যায় অভিযুক্ত কর্নাটকের মন্ত্রীর পদত্যাগ

গত মঙ্গলবার কর্নাটকের উদীপির একটি লজ থেকে দেহ উদ্ধার হয় সন্তোষ পাটিল নামে এক ঠিকাদারের (Karnataka Contractor Suicide Case) ৷ মৃত্যুর আগে এর জন্য কর্নাটকের বিজেপি সরকারের মন্ত্রী কেএস ইশ্বারাপ্পাকে (Karnataka BJP Government Minister K S Eshwarappa) কাঠগড়ায় তুলে যান তিনি ৷ সেই নিয়ে শুরু হয় বিতর্ক ৷ তার জেরেই পদত্যাগ করতে হল কর্নাটকের এই মন্ত্রীকে (K S Eshwarappa to Submit his Resignation Today) ৷

k s eshwarappa to submit his resignation today
ঠিকাদার আত্মহত্যায় অভিযুক্ত কর্নাটকের মন্ত্রীর পদত্যাগ

By

Published : Apr 15, 2022, 9:54 PM IST

সিমোগা (কর্নাটক), 15 এপ্রিল : পদত্যাগ করলেন কর্নাটকে বিজেপি সরকারের মন্ত্রী কেএস ইশ্বারাপ্পা (K S Eshwarappa to Submit his Resignation Today) ৷ শুক্রবার সন্ধ্যায় তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সঙ্গে দেখা করে পদত্যাগ পত্র জমা দেন ৷

ইশ্বারাপ্পাকে নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে কর্নাটকে (Karnataka BJP Government Minister K S Eshwarappa) ৷ সেখানে একটি ঠিকাদারের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয় (Karnataka Contractor Suicide Case) ৷ বিরোধীরা কাঠগড়ায় তুলেছে বিজেপি সরকারের এই মন্ত্রীকে ৷ কংগ্রেস তো ইশ্বরাপ্পাকে গ্রেফতারেরও দাবি তুলেছে ৷

এই পরিস্থিতি শুক্রবার কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ইশ্বারাপ্পা পদত্যাগ করবেন তাঁর মন্ত্রিসভা থেকে ৷ যদিও আদৌ তিনি ইস্তফা দিচ্ছেন কি না, তা নিয়ে সন্দেহ ছিল ৷

কিন্তু শুক্রবার বিকেলের দিকে সেই সন্দেহের মেঘ কেটে যায় ৷ ইশ্বারাপ্পা নিজেই জানান যে তিনি পদত্য়াগ করবেন ৷ কেন তাঁর এই সিদ্ধান্ত সেই ব্যাখ্যাও দেন তিনি ৷ তাঁর কথায়, তিনি ভারতীয় জনতা পার্টির কর্মীদের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান ৷ যাতে নির্দোষ প্রমাণিত না হলে কেউ যাতে ক্ষমতায় বসতে পারবে না, সেই বিষয়টি সুনিশ্চিত করা যায় ৷

প্রসঙ্গত, সন্তোষ পাটিল নামে যে ঠিকাদার আত্মহত্যা করেছেন, তিনি মৃত্যুর আগে ইশ্বারাপ্পাকেই অভিযুক্ত করে গিয়েছেন ৷ যদিও ইশ্বারাপ্পা মনে করেন যে তিনি নির্দোষ ৷ তাই তিনি এই ‘অগ্নি পরীক্ষা’য় উতরে যাবেন ৷

ওই মন্ত্রীর আরও দাবি যে তাঁর পাশে দলের অনেক বিধায়ক, নেতা, কর্মীরা রয়েছেন ৷ তাঁরা বিশ্বাস করেন যে তাঁর কোনও দোষ নেই ৷

আরও পড়ুন :Jitin Ram on Lord Ram : শ্রীরাম ভগবান নন, কাল্পনিক চরিত্র ; জিতিন রামের মন্তব্যে বিতর্ক

ABOUT THE AUTHOR

...view details