মাকালি (কর্ণাটক), 1 জুন: ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার বিমান ৷ বৃহস্পতিবার দুপুরে কর্ণাটকের চামারাজনগরে একটি খোলা মাঠে কিরণ ট্রেনার এয়ারক্রাফ্ট ভেঙে পড়ে বলে খবর ৷ এই বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয় ৷ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এই এয়ারক্রাফ্টটি তৈরি করেছিল ৷ তবে ওই বিমানের দুই বিমানচালকই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে একজন মহিলা বিমানচালক ৷ কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরুর কথা জানিয়েছে ভারতীয় বায়ু সেনা ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ বিমানে থাকা দুই চালক তেজপাল ও ভূমিকা বিমানটি ভেঙে পড়ার আগে প্যারাশুটে করে বেরিয়ে আসেন ৷ তাঁদের দু'জনের সামান্য আঘাত লেগেছে ৷ বৃহস্পতিবার সকালে ওই প্রশিক্ষণের এয়ারক্রাফ্টটি বেঙ্গালুরুর বায়ুসেনা স্টেশন থেকে উড়ান শুরু করে ৷ এরপর ভোগাপুরা গ্রামে ভেঙে পড়ে ৷ একটি সংবাদসংস্থায় প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, খোলা জায়গায় বিমানটির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে ৷ সেখান থেকে আগুন বেরচ্ছে ৷