বেঙ্গালুরু, 20 মার্চ: যে কর্নাটকে হিজাব পরা নিয়ে বিতর্কে গোটা দেশে তোলপাড় চলছে, সেখানেই ইতিহাস সৃষ্টি করলেন এক হিজাব পরা কন্যা ৷ রাইচুরের বুশরা মাতিনই প্রথম পড়ুয়া যিনি বিশ্বেশ্বরয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে 16টি সোনার পদক জিতলেন (Hijab clad student wins 16 gold medals)৷ চলতি মাসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের 21তম বার্ষিক সমাবর্তনে পদকগুলি তুলে দেওয়া হয় সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হিজাবি-কন্যার হাতে ৷
এই বিরল সাফল্যের জন্য বুশরার (Bushra Mateen creates history) ভূয়সী প্রশংসা করেছেন ভিডিইউ-এর উপাচার্য ড. করিসিদ্দাপ্পা ৷ তিনি জানিয়েছেন, এতদিন পর্যন্ত সর্বাধিক 13টি সোনার পদক জেতাটাই ছিল রেকর্ড ৷ সেই রেকর্ড ভেঙে ফেলেছেন বুশরা (Bushra Mateen wins 16 gold medals)৷
কংগ্রেস নেতা তথা এআইসিসি তেলাঙ্গানার সম্পাদক এনএস বোসরাজু বুশরার বাড়িতে গিয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে এসেছেন ৷ এই ছাত্রী যে যে ক্ষেত্রে সোনার পদক জিতেছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, এসজি বালেকুন্দ্রির সোনার পদক, মুর্তির মেডেল অফ এক্সিলেন্স, জ্যোতি স্বর্ণপদক, এন কৃষ্ণমূর্তি মেমোরিয়াল স্বর্ণপদক, জেএনইউ বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক, ভিডিইউ স্বর্ণপদক, আরএন শেট্টি স্বর্ণপদক ইত্যাদি ৷ দুটি নগদ পুরস্কারও জিতেছেন বুশরা ৷