বেঙ্গালুরু, 2 জানুয়ারি: কোনও ব্যক্তি যদি চুক্তিতে কাজে ঢোকেন ৷ পরে তাকে স্থায়ী কর্মচারী করা হয় ৷ এক্ষেত্রে চাকরি স্থায়ী হওয়ার দিন নয়, যেদিন থেকে ওই ব্যক্তি চুক্তিভিত্তিক কাজ করছেন, সেদিনগুলি ধরেই তাকে গ্র্যাচুইটি দিতে হবে ৷ এমনটাই একটি মামালায় নির্দেশ দিয়েছে কর্ণাটক হাইকোর্ট ৷ মান্ড্যা জেলার নাগামঙ্গলা তালুকের অবসরপ্রাপ্ত সরকারি স্কুল শিক্ষক বাসভে গৌড়া এই মামলাটি দায়ের করেন ৷ সেই মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি এম নাগাপ্রসন্নের নেতৃত্বাধীন বেঞ্চ ৷
আদালত নির্দেশে জানায়, পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইন 1972 অনুসারে, যেকোনও সংস্থায় যারা কাজ করেন তাদের কর্মী বলা হয় । চুক্তিভিত্তিক কর্মচারী বা স্থায়ী কর্মচারী বলে আলাদা করে কিছু নেই ৷ চাকরি স্থায়ী হওয়ার আগে কর্মচারী চুক্তির ভিত্তিতে কাজ করলেও সেই সময়ের জন্য সরকারকে গ্র্যাচুইটি দিতে হবে ।
পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইনে স্থায়ী সরকারি কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে গ্র্যাচুইটি প্রদানের ক্ষেত্রে কোনও পার্থক্য নেই বলে বেঞ্চ জানিয়েছে । আদালতের নির্দেশ, আবেদনকারী 75 বছর বয়সি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকে বকেয়া গ্র্যাচুইটির পরিমাণ চার সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে । সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রেই জানিয়েছে যে পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইনের বিধানগুলি নিয়োগ এবং পরিষেবার শর্তগুলির বিধানগুলির সঙ্গে সর্বদা অসঙ্গতিপূর্ণ । তাই সরকারকে গ্র্যাচুইটি দিতে হবে বলে জানিয়েছে কর্ণাটক হাইকোর্ট । 50 হাজার টাকার মামলার খরচ-সহ মোট 2.44 লক্ষ টাকা গ্র্যাচুইটি চার সপ্তাহের মধ্যে আবেদনকারীকে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে । টাকা পরিশোধে বিলম্ব হলে সরকারকে প্রতিদিন এক হাজার টাকা অতিরিক্ত দিতে হবে বলে আদালত জানিয়েছে ।
জানা গিয়েছে, মামলাকারী বাসভে গৌড়াকে দৈনিক চুক্তির ভিত্তিতে মান্ডিয়া জেলার জি মালিগেরে সরকারি উচ্চ বিদ্যালয়ে গ্রেড ডি কর্মচারী হিসাবে নিযুক্ত করা হয়েছিল । সরকার 1990 সালে তাঁর চাকরি নিয়মিত বা পার্মানেন্ট করে এবং তাঁকে শিক্ষকের পদ দেওয়া হয় ৷ 2013 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন । কিন্তু সরকার তাঁর চাকরির তারিখ থেকে নয়, 1990 থেকে 2013 পর্যন্ত সময়ের জন্য তাঁকে শুধুমাত্র 1.92 লক্ষ টাকা গ্র্যাচুইটি প্রদান করে ৷ চুক্তির ভিত্তিতে তার আগে 19 বছর কাজ করার জন্য গ্র্যাচুইটি দিতে অস্বীকার করে । এই মর্মে আবেদনকারী ক্যাগের কাছে অভিযোগ করেন ৷ ক্যাগ তাঁকে চুক্তির দিন থেকে চাকরি ছাড়ার আগে পর্যন্ত গ্রাচুইটি প্রদানের নির্দেশ দেয় । কিন্তু সরকার টাকা না দেওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন ।
আরও পড়ুন:
- বেলগাভিতে মহিলাকে হেনস্তায় চুপ গ্রামবাসী, 'জরিমানা' চালু করে পুরো গ্রামকে শাস্তির পরামর্শ হাইকোর্টের
- বন্দিরও সন্তানধারণের মৌলিক অধিকার আছে, অপরাধীকে প্যারোলে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট
- শিক্ষক নিয়োগ,কামদুনি থেকে নাবালিকা নির্যাতিতার গর্ভপাতে অনুমতি! 23-এ হাইকোর্ট বিতর্কিত একাধিক রায়ে নজির গড়ল