পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka High Court: ডিকে শিবকুমারের এফআইআর বাতিলের আবেদন খারিজ কর্ণাটক হাইকোর্টে - Disproportionate Assets Case

Disproportionate Assets Case: বাতিল হল না কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে করা এফআইআর ৷ এফআইআর বাতিলের আবেদনকে খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট ৷ উলটে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে ৷

Karnataka High Court
কর্ণাটক হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 4:26 PM IST

বেঙ্গালুরু, 19 অক্টোবর: ডিকে শিবকুমারের আবেদন খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট ৷ কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী আয় বহির্ভূত সম্পত্তি মামলায় সিবিআইয়ের দায়ের করা এফআইআর বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ তাঁর এই এফআইআর বাতিলের আবেদনই বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট ৷ পাশাপাশি মামলাটির তদন্তে ইতিপূর্বে জারি থাকা স্থগিতাদেশও খারিজ করে দিয়েছে আদালত । বিচারপতি কে নটরাজনের নেতৃত্বাধীন বেঞ্চে ডিকে শিবকুমারের দায়ের করা আবেদনের মামলার দীর্ঘ শুনানি হয় এদিন ৷ সেই শুনানির পরই আজ এই রায় দেওয়া হয়েছে । ডিকে শিবকুমারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হওয়া উচিত এবং সত্য বেরিয়ে আসা উচিত বলে মত দিয়েছে বেঞ্চ ।

আদালত জানিয়েছে, আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত আংশিকভাবে সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং পর্যাপ্ত নথি ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে । চার্জশিট দাখিলের পর্যায়ে পৌঁছেছে । বেঞ্চ মতামত দেয় যে মামলাটি তদন্তাধীন অবস্থায় আদালত প্রমাণগুলি যাচাই করতে পারে না । এছাড়াও, আবেদনকারী এফআইআর বাতিলের জন্য আদালতের কাছে আসতে যথেষ্ট দেরি করেছেন । এ ক্ষেত্রে হাইকোর্ট মামলায় হস্তক্ষেপ করে আবেদন মঞ্জুর করতে পারে না । বেঞ্চ বলেছে, আগামী তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং চার্জশিট ট্রায়াল কোর্টে জমা দিতে হবে । বেঞ্চ তার নির্দেশে ব্যাখ্যা করেছে যে, আবেদনকারী শিবকুমার তদন্তকারী আধিকারিকদের তরফে জমা দেওয়া চার্জশিট নিয়ে প্রশ্ন করার এবং মামলা থেকে তার অব্যাহতি চাওয়া সম্পূর্ণ স্বাধীনতা পাবেন ।

আরও পড়ুন:বুলন্দশহরে তিনটি বাচ্চাকে অপহরণ করে খুনের ঘটনায় 3 জনের মৃত্যুদণ্ড

প্রসঙ্গত, 3 অক্টোবর 2020 সালে সিবিআই দুর্নীতি প্রতিরোধ আইন (1988)-এর বিভিন্ন ধারায় ডিকে শিবকুমারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে । 2022 সালের জুলাই মাসে ডিকে শিবকুমার হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন ৷ তাতে তিনি আবেদন করেন, সিবিআই দ্বারা নথিভুক্ত এফআইআর বেআইনি এবং তদন্ত বাতিল করা উচিত । 10 ফেব্রুয়ারি 2023 সালে হাইকোর্ট সিবিআই তদন্তে স্থগিতাদেশ জারি করে । সেই নিষেধাজ্ঞা এতদিন পর্যন্ত বাড়ানো হয়েছিল । তবে এ দিন শিবকুমারের আবেদন খারিজ হওয়ার পরে সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশও তুলে নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details