বেঙ্গালুরু, 15 মার্চ :হিজাব সংক্রান্ত মামলা খারিজ করে দিল কর্নাটক হাইকোর্ট । হিজাব বিতর্কের পর ক্লাসরুমে হিজাব পরার অধিকারের দাবিতে মামলা করেছিলেন মুসলিম ছাত্রীরা । মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত, ও জেএম খাজির ডিভিশন বেঞ্চ (Karnataka HC dismiss Hijab row petitions) । ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ইসলামে হিজাব কখনওই বাধ্যতামূলক নয় ৷
এর আগে হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সবার তা মেনে চলা উচিত বলে বার্তা দিয়েছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Karnataka CM on Hijab Row) ৷ হাইকোর্ট চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত সবাইকে সংযত থাকার জন্য আর্জি জানিয়েছিলেন তিনি ৷
হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে, কালবুরাগী জেলা প্রশাসন সোমবার রাত 8টা থেকে আগামী 19 মার্চ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি করেছে । জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শিবমোগাতেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21শে মার্চ পর্যন্ত ওই জেলায় 144 ধারা জারি করা হয়েছে । শিবমোগা এসপি বিএম লক্ষ্মী প্রসাদ বলেন,"অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে আট কোম্পানি কেএসআরএফ, ছয় কোম্পানি জেলা আর্মড রিজার্ভ, এক কোম্পানি ব়্যাফ মোতায়েন করা হয়েছে ।"