বেঙ্গালুরু, 11 অক্টোবর:আধুনিক ভারতীয় মহিলাদের (Modern Indian Women) সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটকের এক মন্ত্রী ৷ তাঁর দাবি, আধুনিক ভারতীয় মহিলাদের উপর পুরোমাত্রায় প্রভাব ফেলেছে পাশ্চাত্য সংস্কৃতি ৷ অনেকেই বিয়ে না-করে সিঙ্গল থাকতে চাইছেন, অনেকে আবার বিয়ে করলেও সন্তানের জন্ম দিতে চাইছেন না ৷ আবার মা হওয়ার জন্য অনেকেই শুধু ভরসা রাখতে চাইছেন সারোগেসির উপর ৷
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী ড. কে সুধাকর (K Sudhakar) রবিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বক্তব্য রাখছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোলজিক্যাল সায়ান্সেসে ৷ সেখানেই তিনি বলেন, "আজ দুঃখের সঙ্গে আমায় এটা বলতে হচ্ছে যে, ভারতের বহু আধুনিক মহিলা এখন সিঙ্গল থাকতে চান ৷ যদি তাঁরা বিয়েও করেন, তবে তাঁরা আর বাচ্চার জন্ম দিতে চান না ৷ তাঁরা চান সারোগেসি ৷ ফলে আমাদের ভাবনাচিন্তার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেটা ঠিক নয় ৷"
ভারতীয় সমাজে পশ্চিমি সংস্কৃতির প্রভাব পড়ছে বলে সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, আজকাল ছেলেমেয়েরা বড় হয়ে বাবা-মায়ের সঙ্গে থাকতে চায় না ৷ তাঁর কথায়, "দুর্ভাগ্যবশত আমরা পশ্চিমি পথে হাঁটছি ৷ আমরা চাই না যে, আমাদের বাবা-মা আমাদের সঙ্গে থাকুন ৷ আমাদের সঙ্গে দাদা-দিদা থাকুন, সেটাও চাই না ৷"
আরও পড়ুন:Priyanka Gandhi : বিজেপিকে হারাতে মোদির বারাণসীতে মা দুর্গার শরণাপন্ন প্রিয়াঙ্কা