বেঙ্গালুরু, 10 সেপ্টেম্বর: নাবালক ও নাবালিকার পরিবারের মধ্যে সমঝোতা করাল কর্নাটক হাইকোর্ট ৷ দু'জনে বয়সে নাবালক হলেও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল ৷ আর ছেলেটির বিরুদ্ধে পকসো আইনের (Protection of Children from Sexual Offences, POCSO) বিভিন্ন ধারায় মামলা শুরু হয়েছিল ৷ নিম্ন আদালতে নাবালকের বিরুদ্ধে মামলাও শুরু হয় গত ডিসেম্বর মাসে ৷ শেষমেশ কর্নাটক হাইকোর্টের কার্যবাহী বিচারপতি এম নাগাপ্রসন্ন সেই মামলা খারিজ করার নির্দেশ দেন (Karnataka HC quashes POCSO case against boy who eloped with girlfriend) ৷
ছেলে ও মেয়েটি একই স্কুলে পড়ে । তারা সহপাঠী ৷ একসঙ্গে পালিয়ে গিয়েছিল ৷ অভিযোগ দায়েরের পর দু'জনকে অন্য একটি জেলা থেকে খুঁজে পাওয়া যায় ৷ ছেলেটির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (Indian Penal Code, IPC) এবং পকসো আইনের 5 নং ধারায় মামলা দায়ের করা হয় ৷ মামলাটি নিম্ন আদালতে বিচারের জন্য পড়েছিল ৷ সম্প্রতি হাইকোর্ট সেটি খারিজের পদক্ষেপ করে ৷ দু'জন নাবালক-নাবালিকার পরিবার একে অপরের সঙ্গে মিটমাট করে নিয়েছে ৷ তাঁরা আর এই মামলা চালিয়ে যেতে চান না ৷
আরও পড়ুন:পকসো মামলায় অভিযুক্তকে মুক্তি দিল কর্নাটক হাইকোর্ট