পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 2, 2021, 11:01 PM IST

ETV Bharat / bharat

বাড়ছে সংক্রমণ; জিম, সুইমিং পুল বন্ধ হল কর্নাটকে

গণ পরিবহনগুলিতে যতগুলি আসন সংখ্যা থাকবে, তার থেকে বেশি সংখ্যক যাত্রী নেওয়া নিষিদ্ধ করা হয়েছে ৷ অফিসগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করার জন্য ৷

COVID 19 cases in Karnataka
ছবি

বেঙ্গালুরু, 2 এপ্রিল : করোনার দ্বিতীয় পর্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেশের একাধিক রাজ্যে ৷ বাড়ছে আক্রান্তের সঙ্গে ৷ কর্নাটকে ইতিমধ্যেই কয়েক হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে ৷ পরিস্থিতি যাতে নাগালের বাইরে না বেরিয়ে যায়, তা নিশ্চিত করে নতুন নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার ৷ বন্ধ করে দেওয়া হচ্ছে জিম, সুইমিং পুল ৷ জমায়েতের উপরেরও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে ৷

ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বর্তমান নিয়মেই ক্লাস হবে ৷ এক্ষেত্রে সশরীরে ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয় ৷ কেবলমাত্র হেল্থ সায়েন্স এবং বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য ক্লাস ছাড়া উচ্চশিক্ষার যাবতীয় কোর্সের ক্লাস আপাতত বন্ধ রাখা হচ্ছে ৷

কর্নাটক সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, বোর্ডিং স্কুল ও আবাসিক হোস্টেলগুলিতে কেবলমাত্র দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা, হেল্থ সায়েন্স এবং বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য ক্লাস করা পড়ুয়ারা থাকতে পারবেন ৷

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে কেবলমাত্র দর্শন ও প্রার্থনা করার জন্য প্রবেশ করা যাবে ৷ তবে কোনওরকম জমায়েত বা অনুষ্ঠান করা যাবে না ৷ আবাসনগুলিকে সাধারণের ব্যবহারের জন্য জিম, পার্টি হল, ক্লাব হাউজ়, সুইমিং পুল এবং সমতুল্য অন্যান্য ক্ষেত্রগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : কোভিড থেকে মুক্তি পাওয়ার পর কী করবেন

বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যে কোনওরকম মিছিল, ধর্না করা যাবে না ৷ গণ পরিবহনগুলিতে যতগুলি আসন সংখ্যা থাকবে, তার থেকে বেশি সংখ্যক যাত্রী নেওয়া নিষিদ্ধ করা হয়েছে ৷ অফিসগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করার জন্য ৷

বিবিএমপি, মাইসুরু, কালবুর্গি, দক্ষিণ কন্নড়, উডিপি, বিদার ও ধারওয়াড়ের মতো বেঙ্গালুরু আর্বান ও রুরালের অন্তর্গত জেলাগুলির প্রেক্ষাগৃহ একটি করে আসন ফাঁকা রেখে খোলা রাখা যেতে পারে ৷ তবে এক্ষেত্রে প্রেক্ষাগৃহে সর্বাধিক অর্ধেক আসনই ব্যবহার করা যাবে ৷ মাস্ক পরা, শারীরিক দুরত্ববিধি মেনে চলা, হ্যান্ড স্যানিটাইজ়ার ও হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ প্রেক্ষাগৃহগুলির মতো এই জেলাগুলিতে পাব, বার, ক্লাব, রেস্তঁরা সর্বাধিক 50 শতাংশ আসন নিয়ে খোলা যেতে পারে ৷ যদি এক্ষেত্রে কোনওরকম কোভিডবিধির অবমাননা করা হয়, তবে করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাব, বার, ক্লাব বা রেস্তঁরা বন্ধ করে দেওয়া হবে ৷ একই নিয়ম কার্যকর হবে শপিং মল ও ডিপার্টমেন্টাল স্টোরগুলির ক্ষেত্রেও ৷

কোনওরকম ধর্মীয় অনুষ্ঠানে বা মেলায় জমায়েত আপাতত বন্ধ থাকবে ৷ রাস্তা-ঘাটে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং বিষয়টির উপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ৷

কোথাও আইন ভাঙা হলে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও নিদান দিয়েছে কর্নাটক সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details