কর্নাটক, 20 এপ্রিল : রাজ্যের কোভিড সংক্রমণ সামলাতে বহু রাজ্যই লকডাউনের পথে বেছে নিয়েছে ৷ সেই তালিকায় এবার জুড়ল কর্নাটকের নামও ৷
আরও পড়ুন: শ্রমিকরা যেখানে আছেন, সেখানেই থাকতে অনুরোধ করুন; রাজ্যগুলিকে পরামর্শ মোদির
কর্নাটক, 20 এপ্রিল : রাজ্যের কোভিড সংক্রমণ সামলাতে বহু রাজ্যই লকডাউনের পথে বেছে নিয়েছে ৷ সেই তালিকায় এবার জুড়ল কর্নাটকের নামও ৷
আরও পড়ুন: শ্রমিকরা যেখানে আছেন, সেখানেই থাকতে অনুরোধ করুন; রাজ্যগুলিকে পরামর্শ মোদির
আগামী শুক্রবার রাত ন'টা থেকে শুরু হচ্ছে লকডাউন ৷ চলবে সোমবার সকাল 6টা পর্যন্ত ৷ অর্থাৎ সপ্তাহান্তে দুটি দিন পুরোপুরি লকডাউন চলবে রাজ্যজুড়ে ৷ এ ছাড়া 21 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত রাত ন'টা থেকে সকাল ছ'টা পর্যন্ত নাইট জারি থাকবে নাইট কার্ফু
কর্নাটকেও বাড়তে থাকা সংক্রমণের মোকাবিলায় মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা গতকাল হাসপাতাল থেকে রাজ্যের সব দলের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন ৷ কারণ তিনিও দ্বিতীয় বার কোভিড আক্রান্ত ৷ তার পরই এই সিদ্ধান্তের ঘোষণা কর্নাটক সরকারের ৷