পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকে নাইট কার্ফু, উইকেন্ড লকডাউন - লকডাউন

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন রাজ্য লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে ৷ কর্নাটকও সেই পথেই ৷

নাইট কার্ফু কর্নাটকে
নাইট কার্ফু কর্নাটকে

By

Published : Apr 20, 2021, 11:05 PM IST

কর্নাটক, 20 এপ্রিল : রাজ্যের কোভিড সংক্রমণ সামলাতে বহু রাজ্যই লকডাউনের পথে বেছে নিয়েছে ৷ সেই তালিকায় এবার জুড়ল কর্নাটকের নামও ৷

আরও পড়ুন: শ্রমিকরা যেখানে আছেন, সেখানেই থাকতে অনুরোধ করুন; রাজ্যগুলিকে পরামর্শ মোদির

আগামী শুক্রবার রাত ন'টা থেকে শুরু হচ্ছে লকডাউন ৷ চলবে সোমবার সকাল 6টা পর্যন্ত ৷ অর্থাৎ সপ্তাহান্তে দুটি দিন পুরোপুরি লকডাউন চলবে রাজ্যজুড়ে ৷ এ ছাড়া 21 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত রাত ন'টা থেকে সকাল ছ'টা পর্যন্ত নাইট জারি থাকবে নাইট কার্ফু

কর্নাটকেও বাড়তে থাকা সংক্রমণের মোকাবিলায় মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা গতকাল হাসপাতাল থেকে রাজ্যের সব দলের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন ৷ কারণ তিনিও দ্বিতীয় বার কোভিড আক্রান্ত ৷ তার পরই এই সিদ্ধান্তের ঘোষণা কর্নাটক সরকারের ৷

ABOUT THE AUTHOR

...view details