তুমাকুরু (কর্নাটক), 19 জুলাই: নিখোঁজ হওয়া টিয়াপাখি খুঁজে দিতে পারলেই মিলবে নগদ 50 হাজার টাকা(Karnataka family announces reward of Rs 50K for finding missing parrot)৷ কর্নাটকের তুমাকুরুর একটি পরিবার এমনই ঘোষণা করেছে ৷ তাঁদের পোষা প্রিয় পাখিটিকে ফিরিয়ে দিতে পারলেই পাওয়া যাবে এই মোটা অঙ্কের টাকা ৷
তুমাকুরু জেলার জয়নগর এলাকায় রবি নামে এক পশুপ্রেমী এবং টিয়াপাখিটির মালিক তাঁদের বাড়িতে দু'টি আফ্রিকান ধূসর টিয়াপাখি পুষেছিলেন ৷ এরমধ্যে 'রুস্তুমা' নামের একটি টিয়া গত 16 জুলাই থেকে নিখোঁজ হয়ে যায় ৷ এরপর পরিবারটি পাখিটিকে খুঁজে পেতে পোস্টার দেওয়ার পাশাপাশি আশেপাশের এলাকাগুলিতে খুঁজতে শুরু করে ৷ তাঁদের কথায়, "পাখিটা হয়তো ভুল করে উড়ে গিয়েছে ৷ আমি এখানকার লোকেদের বারান্দা, বাড়ির আশেপাশে গাছের ডালে দেখার জন্য অনুরোধ করছি ৷ এটা বেশিদূর যেতে পারে না ৷ পরিবারের সবাই রুস্তুমাকে খুব ভালোবাসত ৷ ওর চলে যাওয়ার কষ্টটা আমরা নিতে পারছি না ৷ তাই সবাইকে অনুরোধ, কেউ যদি পাখিটি খুঁজে দেয় তবে তাঁকে সঙ্গে সঙ্গে নগদ 50 হাজার টাকা দেওয়া হবে ৷"
আরও পড়ুন :ছাদে ঘোরার সময় হঠাৎ হামলা পোষ্য পিটবুলের, মৃত অশীতিপর বৃদ্ধা