পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi Thanks Eshwarappa: অবসর নেওয়ায় কর্ণাটকের প্রবীণ বিজেপি নেতাকে ফোন করে ধন্যবাদ মোদির - কর্ণাটক বিধানসভা নির্বাচন 2023

নির্বাচনী রাজনীতি থেকে অবসর নেওয়ায় কর্ণাটকের প্রবীণ বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পাকে ফোন করে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Modi Thanks Eshwarappa
ঈশ্বরাপ্পাকে ফোন মোদির

By

Published : Apr 21, 2023, 2:31 PM IST

Updated : Apr 21, 2023, 4:08 PM IST

প্রবীণ বিজেপি নেতাকে ফোন করে ধন্যবাদ মোদির

শিবমোগা (কর্ণাটক), 21 এপ্রিল:নির্বাচনী রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার জন্য শীর্ষ নেতা কেএস ঈশ্বরাপ্পাকে ফোন করে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজেপি আগামী দিনে তরুণদের এগিয়ে দেবে এবং নিয়মশৃঙ্খলা না মানলে কোনও ভাবেই তা বরদাস্ত করবে না, প্রধানমন্ত্রী এই ফোনের মাধ্যমে দেশজুড়ে দলীয় কর্মীদের এই বার্তাই দিতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

তাঁর নির্বাচনী রাজনীতি থেকে অবসর ঘোষণার পর সকাল 9.05-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ফোন করেন বলে জানিয়েছেন ঈশ্বরাপ্পা ৷ হাইকমান্ডের নীতি মেনে তাঁর আসনটি একজন তরুণ প্রার্থীকে ছেড়ে দেওয়ার পর অবসর ঘোষণা করেছিলেন তিনি । ফোনে কথোপকথনের সময় দলীয় নির্দেশ অনুসরণ করার জন্য ঈশ্বরাপ্পার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷

ছেলেকেও দল টিকিট দেয়নি, তারপরও ঈশ্বরাপ্পা দলের প্রার্থীর জন্য নিষ্ঠার সঙ্গে যে ভাবে কাজ করছেন, তাতে খুশি নমো ৷ প্রধানমন্ত্রী ঈশ্বরাপ্পার অবসর নেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেছেন যে, এই সিদ্ধান্ত অন্যদের অনুসরণ করার জন্য একটি দৃষ্টান্ত তৈরি করবে । মোদির আশীর্বাদ পাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন ঈশ্বরাপ্পা ।

একটি ভিডিয়োতে যেখানে ঈশ্বরাপ্পাকে ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্পিকার মোডে কথা বলতে দেখা যায়, সেখানে প্রবীণ বিজেপি নেতাকে বলতে দেখা যায়, "আপনি ফোন করেছেন বলে সবাই খুশি । আমরা জিততে চলেছি । কোনও সমস্যা নেই ৷" দলীয় সিদ্ধান্ত মানার জন্য ঈশ্বরাপ্পাকে ধন্যবাদ জানাতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷

ঈশ্বরাপ্পাকে মোদির ফোনের পর জল্পনা ছড়িয়েছে যে, শীর্ষ এই নেতাকে হাইকমান্ডের দায়িত্ব বা দলের মধ্যে উচ্চ কোনও পদ দেওয়া হতে পারে । ঈশ্বরাপ্পা যখন মোদির সঙ্গে কথা বলছিলেন, তাঁর ছেলে এবং পুত্রবধূ মনোযোগ দিয়ে সেই কথোপকথন শুনেছিলেন ।

তাঁর ছেলেও টিকিট না পাওয়ায় দলের অভ্যন্তরে দ্বন্দ্ব ছড়িয়েছে বলে যে গুজব রটেছিল, তা অস্বীকার করেছেন ঈশ্বরাপ্পা ৷ দলের প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ৷ পরিবর্তে তিনি প্রতিদ্বন্দ্বী দলগুলিতে যোগদানের জন্য যাঁরা দল ছেড়েছেন, তাঁদের প্রতি তাঁর ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, বিজেপির অবস্থানকে আরও মজবুত করার জন্য তাঁদের প্রত্যাবর্তন প্রয়োজনীয় ছিল ।

ঈশ্বরাপ্পা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে, বিজেপি জিতবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে সরকার গঠন করবে । তিনি সম্প্রতি নির্বাচনী রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন এবং অনুরোধ করেছিলেন যে দল যেন তাঁকে শিবমোগা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী না করে ৷ বরং তাঁর ছেলের জন্য টিকিট চেয়েছিলেন তিনি । যদিও তাঁর সেই দাবি মানেনি দল ৷

আরও পড়ুন:ভোটের আগে টাকার খেলা কর্ণাটকে ! নগদ-মদ মিলিয়ে বাজেয়াপ্ত 187 কোটির জিনিস

Last Updated : Apr 21, 2023, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details