শিবমোগা (কর্ণাটক), 21 এপ্রিল:নির্বাচনী রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করার জন্য শীর্ষ নেতা কেএস ঈশ্বরাপ্পাকে ফোন করে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিজেপি আগামী দিনে তরুণদের এগিয়ে দেবে এবং নিয়মশৃঙ্খলা না মানলে কোনও ভাবেই তা বরদাস্ত করবে না, প্রধানমন্ত্রী এই ফোনের মাধ্যমে দেশজুড়ে দলীয় কর্মীদের এই বার্তাই দিতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
তাঁর নির্বাচনী রাজনীতি থেকে অবসর ঘোষণার পর সকাল 9.05-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে ফোন করেন বলে জানিয়েছেন ঈশ্বরাপ্পা ৷ হাইকমান্ডের নীতি মেনে তাঁর আসনটি একজন তরুণ প্রার্থীকে ছেড়ে দেওয়ার পর অবসর ঘোষণা করেছিলেন তিনি । ফোনে কথোপকথনের সময় দলীয় নির্দেশ অনুসরণ করার জন্য ঈশ্বরাপ্পার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷
ছেলেকেও দল টিকিট দেয়নি, তারপরও ঈশ্বরাপ্পা দলের প্রার্থীর জন্য নিষ্ঠার সঙ্গে যে ভাবে কাজ করছেন, তাতে খুশি নমো ৷ প্রধানমন্ত্রী ঈশ্বরাপ্পার অবসর নেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেছেন যে, এই সিদ্ধান্ত অন্যদের অনুসরণ করার জন্য একটি দৃষ্টান্ত তৈরি করবে । মোদির আশীর্বাদ পাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন ঈশ্বরাপ্পা ।
একটি ভিডিয়োতে যেখানে ঈশ্বরাপ্পাকে ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে স্পিকার মোডে কথা বলতে দেখা যায়, সেখানে প্রবীণ বিজেপি নেতাকে বলতে দেখা যায়, "আপনি ফোন করেছেন বলে সবাই খুশি । আমরা জিততে চলেছি । কোনও সমস্যা নেই ৷" দলীয় সিদ্ধান্ত মানার জন্য ঈশ্বরাপ্পাকে ধন্যবাদ জানাতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷