বেঙ্গালুরু, 14 এপ্রিল: কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি কংগ্রেসে যোগদান করলেন ৷ শুক্রবার বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি ৷ কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট না পাওয়ার পরই বিজেপি ছাড়েন সাভাদি ৷ সাভাদির কংগ্রেসে যোগদানের সময় কুইন্স রোডের পার্টি অফিসে উপস্থিত ছিলেন কেপিসিসি-র সভাপতি ডিকে শিবকুমার, বিধানসভার বিরোধী দলের নেতা সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কর্ণাটকের পার্টি ইনচার্জ রণদীপ সিং সুরজেওয়ালা ৷
আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদানের আগে আজ বিকেলে বিজেপি-র এমএলসি থেকেও পদত্যাগ করেন তিনি । টিকিটের জন্য সাভাদির অনুরোধ উপেক্ষা করে বিজেপি চলতি সপ্তাহের শুরুতে বেলাগাভি জেলার আথানি বিধানসভা আসনটির টিকিট দিয়ে দেওয়া হয় বর্তমান বিধায়ক মহেশ কুমাথাল্লিকে ৷ সাভাদি আথানি থেকে তিনবারের বিধায়ক ৷ কিন্তু 2018 সালের নির্বাচনে কুমাথাল্লির কাছে হেরে যান ৷ কুমাথাল্লি তখন কংগ্রেসের সঙ্গে ছিলেন ।