বেঙ্গালুরু, 18 এপ্রিল:কর্ণাটকের বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেসের প্রার্থী তালিকায় চমক দিয়েছেন শামানুর শিবাশাঙ্কারাপ্পা ৷ 92 বছর বয়সি এই বৃদ্ধকে এবারও দেবানাগিরি দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ তথ্য বলছে, কর্ণাটকের রাজনীতিতে তিনিই বর্তমানে সবচেয়ে বয়স্ক বিধায়ক ৷ এর আগেও পরপর তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হন শামানুর শিবাশাঙ্কারাপ্পা ৷ সবমিলিয়ে 5 বারের বিধায়ক তিনি ৷ তাঁর বিরুদ্ধে বিজেপি এবার প্রার্থী করেছে বিজি অজয় কুমারকে ৷ বর্ষীয়ান এই রাজনীতিবিদকে হারাতে গেরুয়া শিবির এবার লিঙ্গায়েত সম্প্রদায়ের এই নেতাকে বেছে নিয়েছে ৷
তথ্য বলছে, 1994 সালে রাজনীতিতে যোগ দেন শামানুর শিবাশাঙ্কারাপ্পা ৷ ওই বছরই তিনি দেবানাগিরি মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রধান নির্বাচিত হন ৷ ওই বছরই তিনি দেবানাগিরি কেন্দ্র থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ৷ জয়ীও হন ৷ 2004 সালেও এই আসন থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন এই কংগ্রেস নেতা ৷ 2008 সালে দেবানাগিরি বিধানসভা কেন্দ্র ভেঙে দু'টি ভাগে বিভক্ত হয় ৷ এরপর থেকে টানা তিনবার অর্থাৎ 2008, 2013 ও 2018 সালে দেবানাগিরি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷