পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Election Results 2023: জয়ের হাতছানি পেয়েই সতর্ক কংগ্রেস, সব বিধায়ককে বেঙ্গালুরু যেতে নির্দেশ

কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ের হাতছানি পেয়ে সতর্ক পদক্ষেপ কংগ্রেসের ৷ বিজয়ী সব বিধায়ককে বেঙ্গালুরু যেতে নির্দেশ দিল হাইকম্যান্ড ৷

Karnataka Election Results 2023 etv bharat
কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল

By

Published : May 13, 2023, 10:50 AM IST

Updated : May 13, 2023, 11:05 AM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 13 মে:কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতায় অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস ৷ এই অবস্থায় কোনও ঝুঁকি নিতে চায় না খাড়গে-রাহুলের দল ৷ শনিবার একটি সূত্রের জানা গিয়েছে, সমস্ত বিধায়ককে আজ বেঙ্গালুরু পৌঁছতে বলেছে হাউকম্যান্ড ৷ রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের বিধায়কদের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা ৷ শুধু তাই নয়, এই গোটা কর্মকাণ্ড দেখাশোনার জন্য পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র ৷

বেলা 11টায় দেশের নির্বাচন কমিশনের প্রবণতা অনুসারে, কংগ্রেস 122টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে 65টি আসনে, জেডি(এস) 28টি আসনে ও অন্যান্যরা 7টি আসনে এগিয়ে রয়েছে ৷ 10 মে ভোট শেষ হওয়ার পর যে এক্সিট পোলগুলি দেওয়া হয়েছিল, তার অনেকগুলিতেই ত্রিশঙ্কু ফলাফলের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল ৷ তবে কয়েকটিতে পূর্বাভাস মেলে যে, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে । বেশিরভাগ এক্সিট পোল ভবিষ্যদ্বাণী করেছিল যে বিজেপি অর্ধেক সংখ্যা অর্থাৎ 113-র থেকেও কম আসন পাবে ।

কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে, যথীন্দ্র সিদ্দারামিয়া শনিবার আত্মবিশ্বাসের সুরে বলেন যে, কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং তারাই ক্ষমতায় আসবে । তিনি আরও বলেন, কর্ণাটকের স্বার্থে তাঁর বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত । তাঁর কথায়, "বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে আমরা যা করার করব...কর্ণাটকের স্বার্থে, আমার বাবার মুখ্যমন্ত্রী হওয়া উচিত ৷"

শনিবার জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামী বলেন যে, সরকার গঠনের জন্য এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি ৷ তবে ভালো ফলের আশা প্রকাশ করেন তিনি ৷ গণনার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, এইটডি কুমারস্বামী এক্সিট পোলের কথা মনে করিয়ে দেন ৷ তিনি বলেন, "আগামী 2-3 ঘণ্টার মধ্যে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে । এক্সিট পোল দেখায় যে দুটি জাতীয় দল বড় আকারে স্কোর করবে । ভোটে জেডি (এস)-এর 30-32টি আসন পাওয়ার ইঙ্গিত রয়েছে । আমি একটি ছোট দল, সেখানে আমার কাছে কোনও চাওয়া নেই...আমি ভালো উন্নয়নের আশা করছি ৷"

আরও পড়ুন:117টি আসনে এগিয়ে কংগ্রেস, লড়াইয়ে বিজেপি-জেডিএসও

Last Updated : May 13, 2023, 11:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details