বেঙ্গালুরু, 13 মে: কর্ণাটকে কংগ্রেসের ক্ষমতায় আসা কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। শেষ পাওয়া খবর অনুযায়ী কংগ্রেস ক্ষমতা দখলের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে। 131টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস । এর মধ্যে 71টিতে ইতিমধ্যেই জয় এসে গিয়েছে। বিজেপি জিতেছে 29টি আসনে । এগিয়ে আছে 38টি আসনে। জেডিএস জিতেছে 9টি আসনে। এগিয়ে আছে 12টি আসনে।অন্যদিকে, নিজের বিধানসভা কেন্দ্র থেকে জিতলেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার । প্রায় এক লক্ষ ভোটে জিতেছেন তিনি । জিতেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গেও।
নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল 8টায় ভোটগণনা শুরু হল ৷ রাজ্যের 36টি কেন্দ্রে গণনা চলছে ৷ 2 হাজার 615 জন প্রার্থীর ভাগ্য গণনা হচ্ছে ৷ দক্ষিণ ভারতের এই রাজ্যে বিধানসভা আসনের সংখ্যা 224টি ৷ জাদু সংখ্যা 113 ৷ এর আগে সাড়ে এগোটায় প্রথম জয়ী প্রার্থীদের নাম জানা যায ৷ কংগ্রেসের রঘুমূর্তি জেডিএসের চাল্লাকেরেরকে পরাজিত করেছেন ৷ হাসান বিধানসভা কেন্দ্রে জেডিএসের স্বরূপ গৌড়া 13 হাজার ভোটে বিজেপি প্রার্থী প্রীতম গৌড়াকে হারিয়েছেন ৷ ইয়েল্লাপুরা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বাসবরাজ মন্ত্রিসভার মন্ত্রী শিবরাম হেব্বার ৷ তিনি কংগ্রেস প্রার্থী ভি এস পাটিলকে পরাজিত করেছেন ৷
এর আগে সকাল সাড়ে দশটার পর জানা গিয়েছিল পূর্বতন মন্ত্রিসভার 14 জন সদস্য পিছিয়ে আছেন । গতবার একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি 104টি আসনে জিতেছিল ৷ কংগ্রেস 78টি আসনে এবং জেডি(এস) 37 টি আসন পেয়েছিল ৷ প্রথমে কংগ্রেস ও জেডিএস সরকার গড়ে ৷ মুখ্যমন্ত্রী হন এইচডি কুমারস্বামী ৷ পরে সেই সরকারের পতন হয় ৷ বিজেপি সরকার গড়ে এবং মুখ্যমন্ত্রী হন প্রবীণ নেতা বিএস ইয়েদুরাপ্পা ৷ তবে পরবর্তীকালে ইয়েদুরাপ্পাকে সরিয়ে বিজেপি বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেয় ৷