পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাশ কাটা-র আগেই জেগে উঠল ‘মড়া’

দুর্ঘটনায় আহত যুবককে ‘মৃত’ ঘোষণা করেন চিকিৎসকরা ৷ তারপর লাশকাটা ঘরে ‘জেগে ওঠেন’ তিনি ৷ ঘটনায় ক্ষুব্ধ যুবকের পরিবার ৷ সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আইন পদক্ষেপের পথে যুবকের পথে ৷

Karnataka 'Dead Man' Comes Alive Moments Before Autopsy
‘লাশ কাটা’র আগেই জেগে উঠল ‘মরা’

By

Published : Mar 4, 2021, 7:49 PM IST

Updated : Mar 5, 2021, 1:34 PM IST

নয়াদিল্লি, 4 মার্চ : লাশকাটা ঘরে জেগে উঠল ‘মড়া’ মানুষ ! যা দেখে কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হয় প্রত্যক্ষদর্শীদের ৷ তবে শেষমেশ ঘরের ছেলে ‘বেঁচে ফেরায়’ খুশি পরিবারের সদস্যরা ৷ যদিও এই ঘটনায় প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের ভূমিকা নিয়ে ৷

সূত্রের খবর, 27 বছরের ওই যুবক কর্নাটকের মহালিঙ্গপুরের বাসিন্দা ৷ গত সপ্তাহের শেষ দিকে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি ৷ পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় একটি বেসরকারি হাসপাতালে ৷ চিকিৎসকরা ওই যুবককে পরীক্ষা করে ‘মৃত’ ঘোষণা করেন ৷ কান্নার রোল ওঠে আপনজনদের মধ্যে ৷ এরপরই নিয়ম মাফিক স্থানীয় সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয় ওই যুবকের ‘দেহ’ ৷ শুরু হয় ময়নাতদন্তের তোড়জোড় ৷ কিন্তু ‘লাশ কাটা’র আগেই হঠাৎই নড়ে ওঠে ‘দেহ’টি !

এই কাণ্ড দেখে চোখ কপালে ওঠে সেখানে থাকা এক প্যাথোলজিস্টের ৷ প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও বিষয়টি বুঝতে দেরি করেননি তিনি ৷ সঙ্গে সঙ্গে ওই যুবকের চিকিৎসা ব্যবস্থা করেন তিনি ৷ পরিবারের তরফে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ সূত্রের খবর, আপাতত সেখানেই রয়েছেন তিনি ৷ সেরে উঠছেন ধীরে ধীরে ৷

আরও পড়ুন:চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ঘটনায় যতটা খুশি হয়েছেন যুবকের পরিবারের সদস্যরা, তার থেকেও বেশি চটেছেন সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের উপর ৷ তাঁদের প্রশ্ন, কীভাবে জলজ্য়ান্ত মানুষকে মৃত ঘোষণা করে দিলেন চিকিৎসকরা ৷ এমনকী, প্রথমে ওই হাসপাতালের তরফে ওই যুবককে ভেন্টিলেটরেও রাখা হয়েছিল ৷ পরে তাঁকে মৃত ঘোষণার পর ভেন্টিলেটর থেকে বের করে নিয়ে যাওয়া হয় ৷ এমন ভয়ঙ্কর একটা ভুল চিকিৎসকরা কীভাবে করলেন, তারই জবাব চেয়েছেন আহত যুবকের আপনজনেরা ৷ সূত্রের খবর, শীঘ্রই এ বিষয়ে আইনি পদক্ষেপ করবেন তাঁরা ৷

Last Updated : Mar 5, 2021, 1:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details