পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Councillor: বিপিএল কার্ডধারী কাউন্সিলরের কাছে 500 কেজি গয়না ! হারালেন পদ

বিপিএল কার্ডধারী কাউন্সিলরের (Karnataka Councillor) কাছে বিপুল গয়না ও অর্থ থাকার অভিযোগ ৷ আদালতে নিজের সমর্থনে প্রমাণ দিতে ব্যর্থ হন কর্নাটকের সিরা সিটি মিউনিসিপ্যাল কাউন্সিলের ওই কাউন্সিলর ৷ এরপরেই পদ হারালেন তিনি (karnataka Councillor with BPL card loses post after court finds he has 500 kg jewellery) ৷

Karnataka Councillor
ETV Bharat

By

Published : Sep 9, 2022, 11:03 PM IST

টুমাকুরু (কর্নাটক), 9 সেপ্টেম্বর: বিপিএল কার্ডধারী হয়েও পৌর নির্বাচনে জয়ী জেডি (এস) প্রার্থীর বাড়িতে রয়েছে প্রায় 500 কেজি গয়না ৷ এই অভিযোগের প্রেক্ষিতে আদালতের নির্দেশে পদ হারালেন ওই কাউন্সিলর ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যে মিথ্যে তা প্রমাণ করতে পারেননি ওই কাইন্সিলর (karnataka Councillor with BPL card loses post after court finds he has 500 kg jewellery) ৷

কর্নাটকের সিরা সিটি মিউনিসিপ্যাল কাউন্সিলের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে রবিশঙ্কর ৷ গত বছর 30 ডিসেম্বর এখানে পৌর নির্বাচন হয় ৷ সেই নির্বাচনে কংগ্রেস প্রার্থী এম কৃষ্ণাপ্পাকে হারিয়ে জয়ী হয়েছিলেন জেডি (এস) প্রার্থী কে রবিশঙ্কর ৷ কিন্তু এর পরেই ওই জয়ী কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি তাঁর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার কথা হলফনামায় উল্লেখ করেননি ৷ অভিযোগ, বিপিএল কার্ডধারী হয়েও তিনি 500 কেজি গয়নার মালিক ও ভাড়া বাবদ তাঁর 3.6 লক্ষ টাকা আয় হয় (Karnataka Councillor) ৷

আরও পড়ুন: গুলি চালাচ্ছেন উত্তর প্রদেশের বিজেপি নেতা! দেখুন ভিডিয়ো

এই নিয়ে মামলা হয় আদালতে ৷ আত্মপক্ষ সমর্থনে আদালতে ওই কাউন্সিলর জানান, তিনি নির্বাচনের হলফনামায় ফৌজদারি মামলার কথা উল্লেখ করতে ভুলে গিয়েছিলেন ৷ তবে তিনি 500 গ্রাম সোনার গয়না ও 499.5 কেজি রূপোর গয়নার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু এরপরেও আদালত নির্দেশ তিনি তথ্য লোপাট করেছেন ৷ এরপরেই ওই কাউন্সিলরের পদ বাতিলের নির্দেশ দেয় আদালত (karnataka Councillor with BPL card loses post) ৷

ABOUT THE AUTHOR

...view details