উদিপি (কর্নাটক), 20 অক্টোবর : দশেরার (Dussera) অনুষ্ঠানে গেরুয়া পোশাকে পুলিশ (Karnataka police) আধিকারিকরা ৷ সম্প্রতি এমনই দু’টি ছবি ভাইরাল হয়েছে কর্নাটকে (Karnataka) ৷ ছবি যে পুলিশ আধিকারিকদের দেখা গিয়েছে, তাঁরা ওই রাজ্যের উদিপি ও বিজয়পুরায় কর্মরত ৷ যার জেরে রীতিমতো রাজনৈতিক বাদানুবাদ শুরু হয়েছে সেখানকার বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress) নেতাদের মধ্যে ৷
আরও পড়ুন :Karnataka BJP: "রাহুল গান্ধি মাদকাসক্ত, মাদক বিক্রেতা", বিতর্কিত মন্তব্য কর্নাটকের বিজেপি সভাপতির
কর্নাটকে বিরোধী দল কংগ্রেসের নেতা সিদ্ধারামাইয়া (Siddaramaiah) এই নিয়ে আক্রমণ শানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের (Basavaraj Bommai) বিরুদ্ধে ৷ টুইটে তিনি প্রশ্ন তুলেছেন, পুলিশের পোশাকের শুধু রং কেন পরিবর্তন করলেন মুখ্যমন্ত্রী ? পাশাপাশি তাঁর কটাক্ষ, পুলিশকে হিংসা ছড়ানোর অনুমতিও দিতে পারতেন তিনি (মুখ্যমন্ত্রী) ৷ তাহলে মুখ্যমন্ত্রীর জঙ্গল রাজ তৈরির স্বপ্ন সফল হত ৷
এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রসঙ্গও ৷ সেখানেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জঙ্গল রাজ চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন সিদ্ধারামাইয়া ৷ আর কর্নাটক ও উত্তর প্রদেশ যে এক নয়, তা নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন বোম্মাইকে ৷ কর্নাটকে আইনের শাসন নেই বলেও তিনি অভিযোগ করেছেন ৷ প্রশ্ন তুলেছেন, কর্নাটকে কি আদৌ কোনও সরকার আছে ?