ব্যাঙ্গালোর, 19 অক্টোবর: কর্নাটক রাজ্যের দু'টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের আগে টুইট যুদ্ধে সরগরম হয়ে উঠল কংগ্রেস-বিজেপির লড়াই ৷ এই দু'টি বিধানসভা কেন্দ্র হল হ্যাঙ্গাল এবং সিন্দিগি ৷ গতকাল টুইট যুদ্ধে একে-অপরকে আক্রমণ করতে গিয়ে কর্ণাটক কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণ করে ৷ তারা প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে ৷ তাঁকে অশিক্ষিত বলে আক্রমণ করে ৷ এরপরই সরব হয়েছে বিজেপিও ৷
কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলা হয়, কংগ্রেস স্কুল তৈরি করছে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্কুলেই যাননি ৷ প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের জন্য কংগ্রেস রাজ্যে ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছিল ৷ কিন্তু মোদির দল বিজেপি ক্ষমতায় এসে সেইসব প্রকল্পকে বন্ধ করে দিয়েছে ৷ রাজ্যের নাগরিকরা স্কুলব্যাগ পছন্দ করলে তাদের ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে বাধ্য করা হচ্ছে ৷ কর্নাটক কংগ্রেসের পক্ষ থেকে টুইটে কন্নড় ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "আঙ্গুঠা ছাপ মোদি" বলেও ভর্ৎসনা করা হয় ৷