পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Priyank Kharge সহবাস না করলে সরকারি চাকরি পায় না মেয়েরা, বিস্ফোরক দাবি কংগ্রেস বিধায়কের

বিধায়কের অভিযোগ সব ধরনের সরকারি চাকরি বিক্রি করছে সরকার । সহবাস না করলে মেয়েদের চাকরি জুটছে না । আর ছেলেদের দিতে হচ্ছে ঘুষ (Congress MLA alleges of corruption in government jobs )।

Priyank Kharge
সহবাস না করলে সরকারি চাকরি পায় না মেয়েরা

By

Published : Aug 13, 2022, 8:43 AM IST

কালাবুর্গি (কর্নাটক), 13 অগস্ট: 'সরকারি চাকরি পেতে হলে ছেলেদের ঘুষ দিতে হয় । আর সহবাস না করলে মেয়েদের চাকরি হয় না।' বিজেপি-শাসিত কর্নাটকের সরকারি চাকরির পরিস্থিতি নিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস বিধায়ক তথা দলের রাজ্য কমিটির মুখপাত্র প্রিয়াঙ্ক খাড়গে (Congress MLA alleges of corruption in government jobs )। তাঁর দাবি সরকারি চাকরির ক্ষেত্রে কী ধরনের দুর্নীতি হচ্ছে তা জানতে বিশেষ তদন্তকারী দল বা সিট দিয়ে তদন্ত করানো হোক । পাশাপাশি ফাস্টট্র্যৈার্ক কোর্ট গঠনের কথাও বলেছেন প্রিয়াঙ্ক (Priyank Kharge demans SIT probe) ।

তাঁর কথায়, "সমস্ত সরকারি চাকরি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার । কোনও মহিলা সরকারি চাকরি করতে চাইলে তাঁকে সহবাস করতে হবে । আর ছেলেদের দিতে হবে ঘুষ । এক মন্ত্রী নিজে এক মহিলাকে চাকরির বিনিময়ে সহবাসের প্রস্তাব দিয়েছেন। কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তিনি মন্ত্রিত্ব ছাড়েন । আমার কাছে এরকম আরও অনেক প্রমাণ আছে।"

আরও পড়ুন: ভেন্টিলেটরে রুশদি, চোখ নষ্ট হওয়ার আশঙ্কা

রাজ্যের বিদ্যুৎ বন্টন পর্ষদের একটি 'নিয়োগ-দুর্নীতি' নিয়ে সরব হন প্রিয়াঙ্ক । তিনি বলেন,"সহকারি ইঞ্জিনিয়র, জুনিয়র ইঞ্জিনিয়র-সহ 1492টি পদে লোক নেওয়া হয় । এর মধ্যে প্রায় ৬০০টি পদের জন্য আগে থেকে রফা হয়েছিল বলে আমার মনে হয় । সহকারি ইঞ্জিনিয়রের জন্য 50 লাখ এবং জুনিয়র ইঞ্জিনিয়র পদের জন্য 30 লাখ টাকা করে নেওয়া হয়েছে। প্রত্যেকবার গরিব পরিবার থেকে উঠে আসা যোগ্য ছেলেমেয়েরা কেন বঞ্চিত হবে ? দুর্নীতির নেপথ্যে থাকা মাথার জানে কেলেঙ্কারি প্রকাশ্যে এলেও তাদের কিছু হবে না । সরকার 3 লাখ চাকরিপ্রার্থীর জীবন নিয়ে খেলছে।" অন্যদিকে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি নিয়েও কটাক্ষ করেছেন বিধায়ক । তিনি বলেন, "বিজেপির কাছে দেশাত্মবোধটাও ব্যবসার জিনিস। রেলকর্মীদের জাতীয় পতাকা কেনা বাধ্যতামূলক করা হয়েছে । পতাকার দাম বেতন থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details