বেঙ্গালুরু, 3 সেপ্টেম্বর : জেলে পাঠিয়ে দেব ৷ এক মহিলাকে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ বেঙ্গালুরুর (Bengaluru) এই ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার ৷ অভিযুক্ত কর্নাটকে বিজেপির বিধায়ক অরবিন্দ লিম্বাভালি (BJP MLA Arvind Limbavali) ৷ এই নিয়ে ওই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে ৷
যে মহিলাকে হুমকি দেওয়া হয়েছে, তাঁর নাম রুত স্যাগ্যায় ম্যারি (Ruth Sagay Mary) ৷ তিনি কংগ্রেসের (Congress) স্থানীয় নেত্রী হিসেবে পরিচিত ৷ তাঁর দাবি, সম্প্রতি ওই বিধায়ক কর্নাটকের (Karnataka) হোয়াইটফিল্ড এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান ৷ তখনই ওই কংগ্রেস নেত্রী তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন ৷ ওই নেত্রীর কাছে একটি আবেদনপত্রও ছিল ৷ ম্যারির অভিযোগ, তাঁর হাত থেকে আবেদনপত্রটি বিধায়ক ছিনিয়ে নেয় ৷ তার পর তিনি বিধায়কের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ৷ কিন্তু ওই বিধায়ক কথা শুনতে চাননি ৷ বরং পালটা হুমকি দেন ৷
ম্যারির অভিযোগ, ওই বিধায়ক বারবার পুলিশকে নির্দেশ দিচ্ছিলেন যাতে তাঁকে গ্রেফতার করা হয় ৷ তিনি জমি দখল করেছেন বলেও ওই বিধায়ক দাবি করেন ৷ তাই তাঁকে টাননে টানতে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখারও নির্দেশ দেন বিধায়ক অরবিন্দ লিম্বাভালি ৷
ওই কংগ্রেস নেত্রীর আরও দাবি, 1971 সালে তাঁর জমির উপর বাড়ি তৈরি হয়েছে ৷ সেই বাড়িটি বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা (Bruhat Bengaluru Mahanagara Palike) বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করেছে ৷ তাঁর বক্তব্য, সমস্যা যাই হোক একজন বিধায়ক কখনও একজন মহিলার সঙ্গে এভাবে প্রকাশ্যে কথা বলতে পারেন না ৷