পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Assembly Election 2023: নাম নেই প্রার্থী তালিকায়, কেউ কেঁদে ভাসালেন তো কেউ অবসর ঘোষণা করলেন - রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা

টিকিট না পেয়ে সক্রিয় রাজনীতি থেকেই সরে দাঁড়ালেন কর্ণাটকের বিজেপি বিধায়ক ৷ অন্যদিকে, উদুপির বিধায়ক রঘুপতি ভাটও এবার বাদ পড়েছেন ৷ বিজেপির প্রার্থী তালিকায় নাম নেই তাঁরও ৷ আগামী 10 মে রাজ্য বিধানসভার ভোট ৷

Etv Bharat
কর্ণাটক বিজেপির অন্দরে নয়া মোড়

By

Published : Apr 12, 2023, 9:10 PM IST

ম্যাঙ্গালুরু, 12 এপ্রিল: কর্ণাটক বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য বিজেপির অন্দরে নয়া মোড় ৷ এবার রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করলেন দক্ষিণ কন্নড় জেলার সুল্লিয়া কেন্দ্রের ছয় বারের বিজেপি বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী এস আঙ্গারা ৷ আগামী 10 মে কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ তার আগে মঙ্গলবার বিজেপির প্রার্থী তালিকা প্রাকাশ হতেই চরম উষ্মা প্রকাশ করেছিলেন আঙ্গারা ৷ নিজের নির্বাচনী কেন্দ্র থেকে টিকিট না পাওয়ায় বুধবার রাজনীতি থেকেই অবসরের কথা ঘোষণা করে দিলেন তিনি ৷ পাশাপাশি তাঁর সাফ জবাব, তিনি আর দলের জন্য কাজ করবেন না।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আরও একবার ধাক্কা খেল বিজেপি ৷ সুল্লিয়া কেন্দ্রের দীর্ঘদিনের বিজেপি বিধায়ক এস আঙ্গারার বদলে অন্য একজনকে টিকিট দিয়েছে দল ৷ এরপরই এদিন বিধানসভা নির্বাচনের জন্য দলের টিকিট প্রত্যাখ্যান করার পর এবার সক্রিয় রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। মঙ্গলবার রাজ্য বিধানসভা নির্বাচনে 189 জনের প্রথামিক প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। দলের তরফে জানানো হয়েছে, ভাগীরথী মুরুল্যাকে সুল্লিয়া (এসসি) আসন থেকে এবার প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপরই দৃশ্যতই ক্ষুব্ধ দেখা গিয়েছে আঙ্গারাকে ৷ রাজ্যের বিদায়ী বন্দর ও অভ্যন্তরীণ পরিবহণ মন্ত্রী আঙ্গারা বলান, "একজন বিধায়ক যিনি, দলের জন্য নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করেছেন, কাজ করেছেন, তার সঙ্গে এমন আচরণ করা ঠিক নয়। সততার কোন মূল্য নেই ৷" তবে, সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দিলেও আনুষ্ঠানিকভাবে দলকে এ বিষয়ে তিনি কিছু জানাননি ৷ প্রাক্তন বিজেপি নেতার কথায়, "আমি কাউকে এ বিষয়ে চিঠি লিখিনি। তবে সক্রিয় রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছি। এখনও পর্যন্ত কোনও রাজ্য নেতা আমার সঙ্গে যোগাযোগও করেননি ৷"

আরও পড়ুন: কংগ্রেসের দুই হেভিওয়েটের বিরুদ্ধে কর্ণাটকে দুই মন্ত্রীকে প্রার্থী করল বিজেপি

অন্যদিকে, তাঁর বিধানসভা কেন্দ্রের নতুন প্রার্থী ভাগিরথী মুরুল্যাকে সমর্থন করবেন কি না, জানতে চাইলে আঙ্গারা বলেন, "আমি আর সক্রিয় রাজনীতিতে থাকব না। তাই মুরুল্যাকে সমর্থন করার প্রশ্নই ওঠে না।" পাশাপাশি তাঁর দাবি, আমি টিকিটের জন্য কোনও লবি করিনি। আমার মনে হয়, যেহেতু আমি সৎ ছিলাম এবং কারও কাছে কোনও তদ্বির করিনি, তাই আমার সঙ্গে এটা হয়েছে। আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে আমার ভাবমূর্তি খারাপ হয়েছে ৷"

প্রসঙ্গত, 13 মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। অন্যদিকে, উদুপির বিধায়ক রঘুপতি ভাটও এবার বাদ পড়েছেন ৷ বিজেপির প্রার্থী তালিকায় নাম নেই তাঁরও ৷ বুধবার কেঁদে ক্ষোভ উগরে দিলেন তিনিও ৷ দল যে আচরণ করেছে তাঁর সঙ্গে তাতে তিনি গভীরভাবে ব্যথিত বলেও জানান রঘুপতি ৷ তিনি বলেন, "দলের সিদ্ধান্তে আমি দুঃখ পাইনি, কিন্তু দল আমার সঙ্গে যে আচরণ করেছে তাতে আমি ব্যথিত ৷" উদুপিতে নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েই এদিন কান্নায় ভেঙে পড়েন তিনি।

ABOUT THE AUTHOR

...view details