বেলাগাভি ও হাসান (কর্ণাটক), 10 মে: রাজ্যের 224টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া চলার মধ্যেই বুধবার কর্ণাটকের কোনও ভোট কেন্দ্রে জন্ম হল কোথাও আবার ঘটল মৃত্যুর ঘটনা ৷ একদিকে, দুই জেলার দুই কেন্দ্রে ভোট দিতে গিয়ে মৃত্যু হল দু'জনের ৷ অন্যদিকে, ভোট দেওয়ার পর সন্তানের জন্ম দেওয়ার ঘটনাও ঘটেছে এ রাজ্যের বিধানসভা ভোটে ৷ বেলাগাভি এবং হাসানে পৃথক দুই ভোট কেন্দ্রে দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে ৷
ভোটকেন্দ্রে ভোট দেওয়ার সময় একজন 68 বছর বয়সী মহিলার মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনা ঘটে যখন বয়স্ক ওই মহিলা ভোট কেন্দ্রে ভোট দিতে যান ৷ পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধার নাম পারভা ঈশ্বরা সিদনালা ওরফে পানাদি ৷ বেলগাভি জেলার একটি ভোট কেন্দ্রে এদিন ভোট দিতে এসেছিলেন তিনি। বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীনই এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইয়ারাগাত্তির অন্তর্গত ইয়ারাজারভিতে অবস্থিত ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন ওই বৃদ্ধা।
পুলিশ জানিয়েছে, বৃদ্ধা পারভা ঈশ্বরা তাঁর ভোট দিতে এসেছিলেন ৷ ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীনই ভোট কেন্দ্রের ভিতরেই পড়ে যান ওই বৃদ্ধা। পুলিশ সূত্রে খবর, সাভাদত্তি ইয়াল্লাম্মা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইয়ারাজারভি গ্রামের বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধা ৷ অন্যদিকে একটি পৃথক ঘটনায়, রাজ্যের হাসান জেলার একটি ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ভোট দেওয়ার পর ওই ব্যক্তি যখন ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসছিলেন, তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম জয়না (49)। ঘটনাটি ঘটেছে বেলুড় জেলা তালুকের চিকোলে গ্রামে। পুলিশ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান ওই ব্যক্তি ৷ ভোট গ্রহণ কেন্দ্রেই মৃত্য হয় তাঁর।