কর্নাটক, 4 ফেব্রুয়ারি: এই ঘটনা মনে করিয়ে দেবে 'লাইফ অফ পাই'কে। সেখানে প্রতিকূল পরিস্থিতিতে পারস্পরিক সাহচর্যে বেঁচে থাকার চেষ্টায় দেখা গিয়েছিল মানুষ ও হিংস্র বাঘের সখ্যতা। আজকের গল্পে বাঘ নয়, রয়েছে চিতাবাঘ। আর তার থেকে কয়েক ফিটের দূরত্বে রয়েছে একটি কুকুর। সে ভাবেই একসঙ্গে দিব্যি কাটিয়েছে খাদ্য ও খাদক। একে-অপরের কোনও ক্ষতি না-করেই। বেশ কয়েক ঘণ্টা চিতাবাঘের সঙ্গে 'ঘর' করা কুকুরটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করেছে বন দপ্তর।
আশ্চর্য এই ঘটনার কথা নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন জাতীয় বনদপ্তরের আধিকারিক প্রবীণ কাসওয়ান। তিনি যে ছবিটা পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি শৌচালয়ে কয়েক ফিটের দূরত্বে খুব অস্বস্তি নিয়ে বসে আছে একটি চিতিবাঘ ও একটি কুকুর। কর্নাটকের বিলিনেল গ্রামের ঘটনা। কুকুরটিকে তাড়া করেছিল চিতাবাঘটি। ছুটতে ছুটতে এক গৃহস্থের শৌচালয়ে ঢুকে পড়ে সারমেয়টি। তার পিছু নিয়ে সেখানে ঢোকে চিতাবাঘটিও। আর তখনই শৌচালয়ের দরজা বন্ধ করে দেন গ্রামবাসীরা। এরপর কয়েক ঘণ্টা সেখানেই ছিল দুই প্রাণী। বন্দিদশায় দুজনেই সিঁটিয়ে বসে ছিল। কিন্তু যে কুকুরকে শিকার বানাতে চিতাবাঘটি তাড়া করেছিল, তাকেই বাগে পেয়েও আর কিছু করেনি সে। ঘরবন্দি হয়ে তার মনেও ভীতি জন্মেছিল বলে মত বাসিন্দাদের।
ছবিটি পোস্ট করে বন দপ্তরের ওই আধিকারিক ক্যাপশনে লিখেছেন, ''প্রত্যেক কুকুরেরই একটা দিন আসে। একবার ভাবুন, এই কুকুরটি কয়েক ঘণ্টা একটি শৌচালয়ে আটকে ছিল একটি চিতাবাঘের সঙ্গে। ইট হ্যাপেনস ওনলি ইন ইন্ডিয়া।''