কানপুর, 30 এপ্রিল : যে কোনও সময় এফোঁড় ওফোঁড় করে দিতে পারত শত্রু বুলেট । কিন্তু প্রতিপক্ষের গোলাগুলির সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন । জীবন বাজি রেখে দেশের সীমান্ত রক্ষায় নেমে এতটা অসহায় লাগেনি । যতটা অসহায়বোধ করলেন করোনা যুদ্ধে নেমে । করোনার দ্বিতীয় ঢেউয়ে সন্তান হারালেন কার্গিল যুদ্ধের নায়ক হরিরাম দুবে । 31 বছরের তরতাজা ছেলেকে হারিয়ে তাঁর আক্ষেপ, "আমি দেশের সেবা করলাম । কিন্তু দেশের সিস্টেম আমার ছেলেকে বাঁচাতে পারল না ।"
সুবেদার মেজর (অবসরপ্রাপ্ত) হরিরাম দুবে । কার্গিল যুদ্ধের নায়ক । উত্তরপ্রদেশের কানপুরের বাড়ির ড্রয়িংরুমে জ্বলজ্বল করছে সেনাপ্রধানের দ্বারা সম্মানিত শংসাপত্র । সেই মানুষটির 31 বছরের ছেলে অমিতাভ করোনায় আক্রান্ত হন কিছুদিন আগে । কিন্তু বাঁচাতে পারেননি । মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর । ছেলেকে হারিয়ে দিশেহারা হরিরাম বাবু সন্তানকে শেষবারের মতো দেখতে গিয়েছিলেন হাসপাতালে । কিন্তু যা ব্যবহার পেলেন তাতে বুকফাটা কষ্টের মাঝেও উঠে এল ক্ষোভ । ছেলের মৃত্যুর খবর পেয়ে স্ত্রী ও পূত্রবধূকে নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী । কিন্তু চড়া রোদে পরিবার সহ দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে অপেক্ষা করতে হয়েছে । কারও সাহায্য পাননি ।