পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kargil Vijay Diwas: কঠিনতম যুদ্ধের স্মৃতি রোমন্থন কার্গিলের শহিদের গর্বিত বাবার - কার্গিল দিবস 2021

দেশের জন্য ছেলে আত্মবলিদান দেওয়ায় তিনি গর্বিত ৷ বিজয় দিবসে (Kargil Vijay Diwas) এ কথা বললেন মরণোত্তর পরমবীর চক্রপ্রাপ্ত কার্গিলের যুদ্ধের শহিদ জওয়ান (Kargil Hero) ক্যাপ্টেন মনোজ পাণ্ডের বাবা গোপীচাঁদ পাণ্ডে ৷

kargil-vijay-diwas-father-of-kargil-hero-recalls-indias-triumph-of-toughest-war
কঠিনতম যুদ্ধের স্মৃতি রোমন্থন কার্গিলের শহিদের গর্বিত বাবার

By

Published : Jul 26, 2021, 1:36 PM IST

লখনউ, 26 জুলাই:কার্গিলের যুদ্ধে বীর বিক্রমে লড়াই করে দেশকে গৌরবের জয় এনে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ৷ দেশের সুরক্ষায় জীবন বাজি রেখেছেন হাজার হাজার জওয়ান ৷ শহিদ (Kargil Hero) হয়েছেন অনেকে ৷ তাঁদেরই একজন ক্যাপ্টেন মনোজ পাণ্ডে ৷ তাঁর সাহসিকতা ও আত্মবলিদানকে কুর্নিশ জানিয়ে তাঁকে মরণোত্তর পরম বীর চক্র সম্মানে ভূষিত করেছে দেশ ৷ কার্গিল দিবসে (Kargil Vijay Diwas) ছেলের জন্য মন খারাপের থেকেও গর্বের অনুভূতিই বেশি মনোজ পাণ্ডের বাবার ৷

এই দিনটা একটু অন্যরকম গোপীচাঁদ পাণ্ডের কাছে ৷ বিজয় দিবস তাঁকে বারবার মনে করায় ছেলের বিজয়-গাথার কথা ৷ মনোজ পাণ্ডের বাবা বললেন, "সেনা হিসেবে ও আজীবন নিজের দায়িত্ব পালন করেছে ৷ দেশমাতৃকার জন্য জীবন বলিদান দেওয়া এবং বহু মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার ছেলেকে নিয়ে আমি গর্বিত ৷ ও গোটা দেশকে গর্বিত করেছে ৷ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, উত্তরপ্রদেশের সৈনিক স্কুল ওর নামে হচ্ছে ৷"

আরও পড়ুন:কার্গিল দিবসের 22তম পূর্তি, শহিদদের শ্রদ্ধা মোদি-মমতা-রাহুলের

যুদ্ধের বর্ণনা দিয়ে প্রয়াত জওয়ানের বাবা বলেন, "শত্রুরা উপর থেকে আক্রমণ করছিল ৷ তবে ভারতীয় সেনা সবরকম হামলা মোকাবিলায় সমর্থ ৷ আমাদের সেনাবাহিনীর জন্যই রাতে আমরা শান্তিতে ঘুমোতে পারি ৷" তাঁর মতে কার্গিলের যুদ্ধই ছিল বিশ্বের অন্যতম কঠিন যুদ্ধ ৷

1999 সালের 26 জুলাই কার্গিলের যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে ভারতীয় সেনাবাহিনী ৷ অভিযানের নাম ছিল অপারেশন বিজয় ৷ তারপর থেকেই সেই গৌরবের অধ্যায়কে চিরস্মরণীয় করে রাখতে এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয় দেশজুড়ে ৷ 11 গোর্খা রাইফেলসের ফার্স্ট ব্যাটালিয়নের অফিসার ছিলেন মনোজ পাণ্ডে ৷ কার্গিলের বাটালিক সেক্টরে খালুবার পাহাড়ের জুবার টপ থেকে টানা পাক সেনার হামলাকে সাহসিকতার সঙ্গে যুঝেছিলেন তিনি ৷ শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে সেখানেই শহিদ হন বীর জওয়ান ৷

আরও পড়ুন:কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল

কার্গিল দিবসের (Kargil Vijay Diwas) 22তম বর্ষপূর্তিতে অমর জওয়ানদের (Kargil Martyrs) স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ ৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রী, বিরোধী দলের নেতারা, তিন বাহিনীর প্রধান ও অন্যান্যরা শহিদ জওয়ানদের আত্মবলিদানকে কুর্নিশ জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details