নয়াদিল্লি, 26 জুলাই:কার্গিল বিজয় দিবসের আজ 23 বছর পূর্তি (Kargil Vijay Diwas 2022)৷ এই বিশেষ দিনে দেশের বাহিনীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) বললেন, সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও বলিদানকে কুর্নিশ করছে দেশ ৷
1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সদ্য রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া দ্রৌপদী মুর্মু ৷ তিনি হিন্দিতে টুইট করে লিখেছেন, "আমাদের সশস্ত্র বাহিনীর অসাধারণ বীরত্ব, পরাক্রম ও দৃঢ় সংকল্পের প্রতীক এই কার্গিল দিবস ৷ ভারত মাতার রক্ষার জন্য প্রাণ বলিদান দেওয়া সব বীর সৈনিককে আমি প্রণাম জানাই ৷ সব দেশবাসী, তাঁদের পরিবারের প্রতি সর্বদা ঋণী থাকবে ৷ জয় হিন্দ !"
হিন্দিতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi)৷ তিনি লিখেছেন, "কার্গিল বিজয় দিবস মা ভারতীর গৌরবের প্রতীক ৷ মাতৃভূমিকে রক্ষা করার জন্য পরাক্রম দেখানো দেশের সাহসী সুপুত্রদের আমার শত শত প্রণাম ৷ জয় হিন্দ !"