পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Traffic Fine: ট্র্যাফিক আইন লঙ্ঘনের জরিমানায় ছাড় ! একদিনে 5 কোটি দিলেন চালক - Bengaluru traffic fines in a single day

ট্র্যাফিক আইন না-মানার জন্য বিপুল রাশির অর্থ জরিমানা করা হয়েছিল ৷ অথচ গ্রাহকরা তা দিচ্ছিলেন না ৷ তাই কর্ণাটক সরকার তাতে ছাড় দেয় ৷ আর এই টোপেই কাজ হল (Karnataka Government announces discount over traffic rule violation fine) ৷ একদিনে 5 কোটির জরিমানা দিলেন চালক ।

Traffic Fine
ট্র্যাফিক আইন লঙ্ঘন

By

Published : Feb 4, 2023, 12:18 PM IST

বেঙ্গালুরু, 4 ফেব্রুয়ারি: একদিনে কোটি কোটি টাকা জরিমানা দিলেন বাইকচালক ৷ ঘটনাটি বেঙ্গালুরুর ৷ রাজ্যে অনেক সময়ই বাইকচালক ও অন্য গাড়ির চালকেরা ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে থাকেন ৷ তার জন্য তাঁদের জরিমানা হয় ৷ বহু গাড়িচালক নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ দেন না বা দিয়ে উঠতে পারে না ৷ ফলে সরকারের ঘরে এই বকেয়া জরিমানার পরিমাণ ক্রমশ বাড়তে থাকে এবং সময়ের সঙ্গে তা বিপুল অঙ্কে গিয়ে দাঁড়ায় ৷ এই সমস্যা মেটাতে জরিমানায় ছাড়ের কথা ঘোষণা করে কর্ণাটক সরকার ৷ 11 ফেব্রুয়ারির মধ্যে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের বকেয়া জরিমানা দিয়ে দিলে চালককে 50 শতাংশ ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করে বাসবরাজ বোম্মাই সরকার ৷ সরকারের এই জরিমানায় ছাড়ের ঘোষণায় কাজ হয় ।

ঘোষণার একদিন পরে শুক্রবার এক বাইকচালক একদিনে 5 কোটি 61 লক্ষ টাকা জরিমানা দেন ৷ ওই চালক জরিমানায় ছাড় পান ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত 9টা পর্যন্ত তাঁর ঝুলিতে 2 লক্ষ 1 হাজার 828 টি আইন লঙ্ঘনের মামলা জমা হয়েছিল ৷ এর জন্য ছাড় দিয়েও 5 কোটি 61 লক্ষ 4 হাজার 500 টাকা জরিমানা দিতে হয় চালককে ৷ বকেয়া জরিমানার 2 কোটি 17 লক্ষ 24 হাজার 950 কোটি টাকা থানাগুলিতে দিয়েছেন চালক ৷ পেটিএম-এর মাধ্যমে 3 কোটি 23 লক্ষ 68 হাজার 900 টাকা দিয়েছেন ৷ ট্র্যাফিক ম্যানেজমেন্ট সেন্টারে 89 হাজার 650 টাকা এবং বেঙ্গালুরু ওয়ান সেন্টারে 16 লক্ষ 21 হাজার 600 টাকা দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: কলকাতায় বছরের প্রথমদিন ট্রাফিক আইন ভাঙায় 250 নাগরিককে জরিমানা পুলিশের

27 জানুয়ারি হাইকোর্টের প্রবীণ বিচারপতি বি বীরাপ্পা একটি বৈঠকে বকেয়া জরিমানার বিষয়টি উঠে আসে ৷ তিনি কর্ণাটক স্টেট লিগ্যাল সার্ভিসেস অথোরিটির চেয়ারম্যান ৷ ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য বকেয়া জরিমানার পরিমাণ 1 হাজার 300 কোটি টাকারও বেশি হয়ে গিয়েছিল ৷ পরে এ নিয়ে লিগ্যাল সার্ভিসেস অথোরিটি সরকারকে পদক্ষেপ করতে অনুরোধ জানায় ৷ রাজ্যের পরিবহণ এবং পথ সুরক্ষা কমিশন এতে সবুজ সংকেতও দেয় ৷ সেই অনুযায়ী পরিবহণ দফতর 50 শতাংশ ছাড়ের কথা ঘোষণা করে ৷

ABOUT THE AUTHOR

...view details