নয়াদিল্লি, 23 মে: মণিপুরে নতুন করে হিংসার ঘটনাকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ কপিল সিবাল ৷ তাঁর মতে, করোনা ভাইরাস শুধু মানুষের শরীরে আঘাত করে ৷ কিন্তু সাম্প্রদায়িক ভাইরাস রাজনীতির শরীরে আঘাত করে ৷ একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, এই ধরনের সাম্প্রদায়িক ভাইরাসে রাজনৈতিক লাভ বেশিদিন স্থায়ী হয় না ৷ তবে এর ক্ষত থেকে যায় অনেকদিন ৷
গতকাল সোমবার মণিপুরে নতুন করে গোলমালের খবর পাওয়া যায় ৷ ইম্ফল পূর্ব জেলায় দু’টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর ৷ অভিযোগ, সেখানে একজন প্রাক্তন বিধায়ক-সহ চারজন ব্যক্তি সাধারণ মানুষকে জোর করে দোকান বন্ধ করে দেন ৷ তার পরই গোলমাল ছড়ায় বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে ৷
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সকালে টুইট করেন কপিল সিবাল ৷ টুইটে তিনি লেখেন, ‘‘মণিপুর আবার জ্বলছে ৷ আগের ঘটনায় 70 জনের মৃত্যু হয়েছে ও 200 জন আহত হয়েছেন ৷ করোনা ভাইরাস শুধু মানুষের শরীরে খারাপ প্রভাব ফেলে ৷ কিন্তু সাম্প্রদায়িক ভাইরাস রাজনীতির শরীরে আঘাত হানে ৷’’ সিবাল টুইটে আরও লিখেছেন, যদি এই সাম্প্রদায়িক ভাইরাস ছড়িয়ে পড়ে, তাহলে তার ফল অকল্পনীয় হবে ৷ এর মাধ্যমে পাওয়া রাজনৈতিক লাভ ক্ষণস্থায়ী ৷ কিন্তু এর ক্ষত থেকে যায় চিরকাল ৷