নয়াদিল্লি, 24 জানুয়ারি: রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল (Rajya Sabha MP Kapil Sibal) মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর (Union Law Minister Kiren Rijiju) সমালোচনায় সরব হয়েছেন ৷ সম্প্রতি রিজিজু দাবি করেছিলেন যে সরকার বিচার বিভাগকে (Judiciary) দুর্বল করার জন্য একটি পদক্ষেপও করেনি ৷ সেই নিয়েই রিজিজুর সমালোচনায় সরব হয়েছে কংগ্রেসের (Congress) প্রাক্তনী ৷ তাঁর প্রশ্ন, রিজিজুর ওই বিতর্কিত মন্তব্য বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ছিল ৷
রিজিজু বলেছিলেন যে সরকার এবং বিচার বিভাগের মধ্যে মতভেদ থাকতে পারে ৷ তবে এর অর্থ এই নয় যে দু’পক্ষ একে অপরকে আক্রমণ করছে ৷ একটি ‘মহাভারত’ চলছে । প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে দিল্লির তিস হাজারি আদালত কমপ্লেক্সে এক সমাবেশে ভাষণ দিয়ে রিজিজু বলেন, ‘‘মোদি সরকার বিচার বিভাগকে দুর্বল করার জন্য একটি পদক্ষেপও করেনি ।’’ সোমবার তিনি ওই মন্তব্য করেছিলেন ৷ তার পরই মঙ্গলবার এই নিয়ে পালটা মন্তব্য করেন কপিল সিব্বল ৷
এই নিয়ে একটি টুইট করেছেন সিব্বল ৷ সেখানে তিনি লেখেন, "রিজিজু: আরেকটি রত্ন । মোদি সরকার বিচার বিভাগকে দুর্বল করার জন্য একটি পদক্ষেপও করেনি... ৷ আপনার (রিজিজু) সমস্ত বিতর্কিত বক্তব্য কি বিচার বিভাগকে শক্তিশালী করার উদ্দেশ্যে ?" এর পর বর্ষীয়ান এই আইনজীবী টুইটারে লেখেন, "আপনি এটা বিশ্বাস করতে পারেন ৷ আমরা আইনজীবীরা বিশ্বাস করি না ৷"