লখনউ, 25 মে :এসপির নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো, এ কথা শোনা যায় ৷ আজউত্তর প্রদেশের লখনউতেপ্রবীণ নেতা কপিল সিবাল রাজ্যসভার সাংসদ পদের জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ৷ বৃহস্পতিবার তাঁর সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ প্রাক্তন প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন, তিনি নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী হয়েছেন ৷ তবে তাঁকে সমর্থন করছে অখিলেশ যাদবের এসপি ৷ রাজ্যসভায় উত্তরপ্রদেশের জন্য 11টি সাংসদ আসন বরাদ্দ ৷ আজ থেকে রাজ্যসভায় সাংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া শুরু হল (Kapil Sibal files nomination for Rajya Sabha as Independent Candidate supported by Samajwadi Party in Lucknow) ৷
কপিল সিবাল কংগ্রেসের জি-23 গ্রুপের সদস্য ছিলেন ৷ তবে তিনি দল ছেড়েছেন ৷ নিজে মুখে সাংবাদিকদের প্রবীণ আইনজীবী তথা নেতা বললেন, "আমি 16 মে কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি ৷ তাই এখন আর প্রবীণ কংগ্রেস নেতা নই ৷" কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে জুলাই মাসে ৷
আরও পড়ুন : TMC MP Sisir Adhikari : তৃণমূলের শিশিরকে রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হিসেবে রাজ্যসভায় কি পাঠাবে বিজেপি ?