পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kapil Sibal Rajya Sabha Nomination : কংগ্রেস নয়, নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার মনোনয়ন জমা কপিল সিবালের

তিনি কংগ্রেসের বিদ্রোহী জি-23 গ্রুপের সদস্য ছিলেন ৷ তবে সম্প্রতি হাতের সঙ্গ ছেড়েছেন ৷ আসন্ন রাজ্যসভার সাংসদ নির্বাচনের জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন (Kapil Sibal files Rajya Sabha Nomination) কপিল সিবাল ৷ তবে তাঁর পাশে আছেন অখিলেশ যাদব ৷

Kapil Sibal Rajya Sabha Independent Candidate
রাজ্যসভার সাংসদ পদে কপিল সিবাল

By

Published : May 25, 2022, 1:09 PM IST

Updated : May 25, 2022, 2:01 PM IST

লখনউ, 25 মে :এসপির নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো, এ কথা শোনা যায় ৷ আজউত্তর প্রদেশের লখনউতেপ্রবীণ নেতা কপিল সিবাল রাজ্যসভার সাংসদ পদের জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ৷ বৃহস্পতিবার তাঁর সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ প্রাক্তন প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন, তিনি নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী হয়েছেন ৷ তবে তাঁকে সমর্থন করছে অখিলেশ যাদবের এসপি ৷ রাজ্যসভায় উত্তরপ্রদেশের জন্য 11টি সাংসদ আসন বরাদ্দ ৷ আজ থেকে রাজ্যসভায় সাংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া শুরু হল (Kapil Sibal files nomination for Rajya Sabha as Independent Candidate supported by Samajwadi Party in Lucknow) ৷

কপিল সিবাল কংগ্রেসের জি-23 গ্রুপের সদস্য ছিলেন ৷ তবে তিনি দল ছেড়েছেন ৷ নিজে মুখে সাংবাদিকদের প্রবীণ আইনজীবী তথা নেতা বললেন, "আমি 16 মে কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি ৷ তাই এখন আর প্রবীণ কংগ্রেস নেতা নই ৷" কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে জুলাই মাসে ৷

আরও পড়ুন : TMC MP Sisir Adhikari : তৃণমূলের শিশিরকে রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হিসেবে রাজ্যসভায় কি পাঠাবে বিজেপি ?

নির্দল প্রার্থী প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিবাল বলেন, "আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি ৷ আমি সব সময় দেশের একজন স্বাধীন বক্তা হতে চেয়েছি ৷ বিরোধী দলে থাকার সময় আমরা মোদি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জোট তৈরির চেষ্টা করেছিলাম ৷"

জি-23 দলের সদস্য কপিল সিবালের সঙ্গে কংগ্রেস হাই কম্যান্ডের সম্পর্ক ভালো ছিল না ৷ তিনি বিভিন্ন ইস্যু নিয়ে দলের কড়া সমালোচনা করেছেন ৷ দলের মধ্যে পরিবর্তন আনা, এমনকি কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের দাবিও তুলেছিলেন ৷ একটি সাক্ষাৎকারে কংগ্রেস প্রসঙ্গে 'ঘর কি কংগ্রেস' মন্তব্য করেন কপিল সিবাল ৷ দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফলে তিনি বিন্দুমাত্র অবাক হননি, জানিয়েছিলেন প্রবীণ নেতা ৷ তাঁর মতে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা উচিত ছিল ৷

তবে 30-31 বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসা সহজ নয় ৷ তাই মনোনয়নপত্র জমা দিয়ে কংগ্রেস প্রসঙ্গে একটি কথাও বলতে চাইলেন না প্রাক্তন কংগ্রেস নেতা ৷

Last Updated : May 25, 2022, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details