পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sibal reaction to Modi allegations: 'আপনার ভাবমূর্তি নষ্ট করতে কারা সুপারি দিয়েছেন ?' মোদিকে প্রশ্ন সিব্বলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী কপিল সিব্বল ৷ প্রধানমন্ত্রীর কাছে কাদের নাম, ধাম, পরিচয় জানতে চাইলেন তিনি ?

Kapil Sibal asks Narendra Modi who give Supari to dent his image
ফাইল ছবি

By

Published : Apr 2, 2023, 1:13 PM IST

Updated : Apr 2, 2023, 5:39 PM IST

নয়াদিল্লি, 2 এপ্রিল:কারা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য চুক্তি করেছেন ? কারা 'সুপারি' দিয়েছেন ? স্বয়ং প্রধানমন্ত্রীর কাছেই সেই ব্যক্তিদের নাম জানতে চাইলেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল ৷ তাঁর পরামর্শ, সেই ব্যক্তিদের নাম প্রকাশ্যে আনুন দেশের প্রশাসনিক প্রধান ৷ যাতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যায় ৷ উল্লেখ্য, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, কিছু মানুষ তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য 'সুপারি' দিয়েছেন ৷ অর্থাৎ, তাঁরা টাকা ও চুক্তির বিনিময়ে প্রধানমন্ত্রীকে কলুষিত করার চেষ্টা করছেন ৷ মোদির সেই মন্তব্যের প্রেক্ষিতেই রবিবার উপরোক্ত কথাগুলি বলেন সিব্বল ৷

শনিবার ভোপালের রানি কমলাপতি রেল স্টেশনে একটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মোদি ৷ তারপর সেই অনুষ্ঠানেই ভাষণ দেন তিনি ৷ মোদি বলেন, "এই দেশেই কিছু মানুষ আছেন ৷ সেই 2014 সাল থেকেই তাঁরা বদ্ধপরিকর ৷ তাঁরা প্রকাশ্যেই ঘোষণা করে দিয়েছেন, মোদির ভাবমূর্তি কালিমালিপ্ত করাই তাঁদের উদ্দেশ্য ৷ এর জন্য তাঁরা বহু মানুষকে 'সুপারি' দিচ্ছেন ৷ কিছু মানুষ দেশে থেকেই এঁদের সমর্থন করছেন ৷ কেউ কেউ আবার দেশের বাইরে থেকে এঁদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন ৷ এঁরা সকলে মিলে মোদির ভাবমূর্তি নষ্ট করতে, তাঁকে কালিমালিপ্ত লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷"

যদিও এরপরই প্রধানমন্ত্রী দাবি করেন, এতকিছুর পরও তাঁর নিন্দুকেরা ঠিক সুবিধা করে উঠতে পারছেন না ! কারণ, ভারতের দরিদ্র, মধ্যবিত্ত, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায় এবং প্রতিটি ভারতীয় মোদির সুরক্ষাকবচ ! তাতে মোদির এই নিন্দুকেরা আরও রেগে যাচ্ছেন ! মোদিকে শায়েস্তা করতে নতুন নতুন পন্থা অবলম্বন করছেন তাঁরা !

আরও পড়ুন:রিজিজুর মন্তব্য কি বিচার বিভাগের শক্তি বৃদ্ধির জন্য, প্রশ্ন তুললেন সিব্বল

প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য়ের জবাবে কপিল সিব্বল বলেন, "মোদিজি অভিযোগ করছেন ৷ তিনি বলছেন, মোদির কবর খুঁড়তে কিছু মানুষ নাকি 'সুপারি' দিচ্ছেন ! এঁদের কেউ রয়েছেন দেশের ভিতর, আবার কেউ রয়েছেন দেশের বাইরে ৷ দয়া করে আমাদের কাছে সেই ব্যক্তিদের নামগুলি বলুন ৷ আমাদের জানান, 1) সেই ব্যক্তিদের নাম, 2) সেই প্রতিষ্ঠানগুলির নাম এবং 3) সেই দেশগুলির নাম ৷ এগুলি মোটেই রাষ্ট্রের গোপন করার মতো কোনও তথ্য নয় ৷ অভিযুক্তদের বিচার করার সুযোগ দিন আমাদের ৷"

Last Updated : Apr 2, 2023, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details