পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hathras Kanwar Accident: উত্তরপ্রদেশে কানওয়ার পুণ্যার্থীদের পিষে দিল ট্রাক, মৃত 6

7 জন কানওয়ার ভক্ত রাতে পথ ধরে হাঁটছিলেন ৷ সেই সময় ট্রাক তাদের উপর দিয়ে চলে যায় (Hathras Kanwar Accident) ৷

Kanwar Devotees Hathras Accident
হাথরসে পথদুর্ঘটনা

By

Published : Jul 23, 2022, 9:44 AM IST

Updated : Jul 23, 2022, 11:09 AM IST

হাথরস, 23 জুলাই: উত্তরপ্রদেশে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন 6 কানওয়ার পুণ্যার্থী। ঘটনায় গুরুতর জখম একজন ৷ শুক্রবার গভীর রাতে হাথরসের সাদাবাদে রাস্তা ধরে হাঁটছিলেন সাত কানওয়ার পুণ্যার্থী ৷ সেই সময় পিছন থেকে এসে তাঁদের পিষে দিয়ে চলে যায় একটি ট্রাক (Kanwar devotees mowed down by a truck in Hathras UP) ৷ দুর্ঘটনায় প্রাথমিকভাবে 5 জনের মৃত্যুর খবর সামনে এলেও পরে প্রাণ হারান আরও এক পুণ্যার্থী ।

পুলিশ সূত্রে খবর, হরিদ্বার থেকে গোয়ালিয়রের দিকে যাচ্ছিলেন ওই পুণ্যার্থীরা ৷ আগ্রা জোনের এডিজি রাজীব কৃষ্ণা জানিয়েছেন, 5 জন কানওয়ার ভক্ত মারা গিয়েছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ হাথরসের সাদাবাদ থানা এলাকায় রাত 2.15 মিনিট নাগাদ একটি ট্রাক তাদের পিষে দিয়ে চলে যায় ৷ তদন্ত চলছে ৷ তিনি বলেন, "আমরা গাড়িচালকের হদিশ পেয়েছি ৷ তাকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে ৷"

আরও পড়ুন: তল্লাশি চলছিল, কর্তব্যরত মহিলা এসআইকে পিষে দিল গাড়ি

শ্রাবণ মাসে ভগবান শিবের ভক্তরা পায়ে হেঁটে হরিদ্বার, ঋষিকেশ, গোমুখ এবন উত্তরাখণ্ডের অন্য জায়গাগুলি দিয়ে গঙ্গা নদীতে পৌঁছন ৷ সেখান থেকে জল নিয়ে দেবতা স্নান করান, পুজো দেন ৷ এটাই 'কানওয়ার যাত্রা' নামে পরিচিত ৷ মৃত গোয়ালিয়রের 6 পুণ্যার্থীর জন্য ইতিমধ্যেই এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন সেখানকার সাংসদ ।

চলতি সপ্তাহের শুরুতেই 7 জন কানওয়ারযাত্রী হরিদ্বারে গঙ্গা নদীতে স্নান করার সময় ভেসে যান ৷ সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে তাঁদের উদ্ধার করেন ৷ জেলাশাসক নরেশ চৌধুরী জানিয়েছেন, সেনা-সাঁতারুর দল কমপক্ষে 18 জন কানওয়ারযাত্রীকে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছে ৷

Last Updated : Jul 23, 2022, 11:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details