পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttar Pradesh Judicial Service: উত্তরপ্রদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম কানপুরের নিশি গুপ্তা - নিশি গুপ্তা

Nishi Gupta Secured First Position: উত্তরপ্রদেশ জুডিশিয়াল সার্ভিস নিয়োগ পরীক্ষা 2022-এ প্রথম কানপুরের নিশি গুপ্তা ৷ এই ফলাফল অপ্রত্যাশিত ছিল বলে জানালেন তিনি ৷

Nishi Gupta
নিশি গুপ্তা

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 2:22 PM IST

কানপুর, 31 অগস্ট: উত্তরপ্রদেশ জুডিশিয়াল সার্ভিস (সিভিল জজ জুনিয়র ডিভিশন) নিয়োগ পরীক্ষা 2022-এ প্রথম স্থান অর্জন করলেন কানপুরের মেয়ে নিশি গুপ্তা ৷ দ্বিতীয় প্রয়াগরাজের শিশির যাদব এবং তৃতীয় স্থান অর্জন করলেন কাসগঞ্জের রশ্মি সিং ৷ বুধবার এই পরীক্ষার ফল ঘোষিত হয়েছে । তাতে পুরুষদের থেকে ছাপিয়ে গিয়েছে মহিলা প্রার্থীরা ৷ মেধা তালিকার শীর্ষ 20 জনের মধ্যে 15টি স্থানই দখল করেছেন মহিলারা ।

সংবাদ সংস্থা এএনআই'কে নিশি গুপ্তা বলেন, "আমি দারুণ খুশি । তবে প্রথম স্থান পাওয়াটা অপ্রত্যাশিত ছিল ৷ কিন্তু আমি কমবেশি নিশ্চিত ছিলাম যে পরীক্ষায় পাশ করব । আমি এই সাফল্য আমার বাবা-মা, শিক্ষক এবং বন্ধুদের উৎসর্গ করতে চাই ৷ যারা সর্বক্ষণ আমার পাশে থেকেছে এবং আমাকে সহায়তা করে গিয়েছে ৷

প্রয়াগরাজ থেকে দ্বিতীয় স্থান অধিকারী শিশির যাদব বলেন, "আমি দশম শ্রেণির পরীক্ষায় আমার বন্ধুদের থেকে কম নম্বর পেয়েছিলাম ৷ কিন্তু আমার বাবা-মা আমাকে অনুপ্রাণিত করেন ৷ তারপর আমি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দিই ৷ আমি সবসময়ই পড়াশোনায় মোটামোটি ছিলাম ৷ কিন্তু 2018 সালের পর থেকে আমি একটি রুটিন করে পড়াশোনা শুরু করি ৷ যার ফলে পড়াশোনার প্রতি আমার আগ্রহ বেড়েছে ।"

অন্যদিকে আলিগড়ের স্বরা জয়ন্তীর বাসিন্দা রাভিনা পিসিএস (জে) অষ্টম স্থান অর্জন করেছেন ৷ তিনিও এএনআই'কে বলেন, "আমি 5 বছর পর এই সাফল্য পেলাম । 2018 সালে স্নাতক পাশ করি আমি । এই দিনটি আসতে অনেক সময় নিয়েছে । তবে আমি খুব খুশি যে আমার বাবা-মার মান রাখতে পেরেছি ৷ আমি অষ্টম স্থান অর্জন করেছি এবং এখন আমার লক্ষ্য হল, ভালো কাজ করা এবং একজন ভালো বিচার বিভাগীয় অফিসার হওয়া ।"

আরও পড়ুন:প্রথম দুবার প্রিলিমে ব্যর্থ, তৃতীয় প্রচেষ্টায় দেশের সেরা; সক্রিয় ক্রীড়াবিদ ঈশিতাকে জানুন

উত্তরপ্রদেশ জুডিশিয়াল সার্ভিস (সিভিল জজ জুনিয়র ডিভিশন) নিয়োগ পরীক্ষা হল একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা ৷ এটি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয় ৷ এর থেকে উত্তরপ্রদেশ আদালতে বিচার বিভাগীয় আধিকারিকরদের নিয়োগ করা হয় ৷

(সংবাদ সংস্থা -এএনআই)

ABOUT THE AUTHOR

...view details