কানপুর, 19 অক্টোবর:পারিবারিক বিবাদের জেরে একই পরিবারে তিন সদস্যের উপর হামলা ৷ ছুুরি দিয়ে হামলার অভিযোগ প্রাক্তন স্কুল শিক্ষক, তাঁর তৃতীয় স্ত্রী ও বাবার উপর হামলার ৷ আহতরা হলেন রাম প্রকাশ দ্বিদেবী (85), খুশবু, ও বিমল ৷ অভিযোগের তির তাঁর দ্বিতীয় পক্ষের দুই ছেলের দিকে ৷ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের কানপুরের দেহাতের ঘটনা ৷ ঘটনায় খুশবু ও বিমলের বাবা রাম প্রকাশ দ্বিদেবীর মৃত্যু হলেও বিমল লালা রাজপথ রাই হাসপাতালে চিকিৎসাধীন ৷
পুলিশ সূত্রে খবর, প্রাক্তন স্কুল শিক্ষক বিমলের তিনটি বিয়ে ৷ তবে তিনি তা নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ছিল ৷ প্রথম ও দ্বিতীয় পক্ষের দুই ছেলে অক্ষত এবং ললিত ৷ সম্প্রতি বিমল তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী খুশবু ও বাবার সঙ্গে আলাদা থাকাত ৷ তবে বিমলের তৃতীয় বিয়ে তাঁর দুই ছেলে মেনে নিতে পারে নি ৷ তা নিয়েই তাদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে ৷ তাদের জেরেই এই হামলা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷