আগ্রা, 7 জানুয়ারি : দিল্লির কাঞ্ঝাওয়ালায় তরুণী অঞ্জলির মৃত্যুর ঘটনায় সামনে এল নয়া তথ্য ৷ উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, মাদকপাচারের অভিযোগে এর আগে গ্রেফতার করা হয়েছিল অঞ্জলির বান্ধবী নিধিকে ৷ 2020 সালের 6 ডিসেম্বরে গ্রেফতার করা হয় তাঁকে (Kanjhawala hit and run case witness Nidhi arrested earlier for smuggling marijuana) ৷ ওই মামলায় বর্তমানে সে জামিনে মুক্ত আছে ৷
উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লিতে গাড়ির ধাক্কায় স্কুটি থেকে পড়ে মৃত্যু হয় অঞ্জলির ৷ ওই স্কুটিতে সওয়ার ছিল নিধিও ৷ সে আহত হলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ পরে কাঞ্ঝাওয়ালা এলাকা থেকে অঞ্জলির দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ, দুর্ঘটনার পর তরুণীর দেহ আটকে গিয়েছিল গাড়ির চাকায় ৷ সেই অবস্থাতেই তাঁকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে প্রায় 13 কিমি নিয়ে যায় ঘাতক গাড়ির চালক ও তার 4 সঙ্গী ৷ এই ঘটনার একমাত্র সাক্ষী নিধি ৷ পরে তার খোঁজ পায় পুলিশ ৷ এই ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক ও তার বন্ধুদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Delhi Shocker Incident) ৷