পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Shocker Incident: কাঞ্ঝাওয়ালার ঘটনায় নয়া তথ্য, মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অঞ্জলির বান্ধবী নিধি

দিল্লির কাঞ্ঝাওয়ালার হিট অ্যান্ড রান কেসের একমাত্র প্রত্যক্ষদর্শী নিধির সম্পর্কে নতুন তথ্য সামনে এল ৷ 2020 সালের 6 ডিসেম্বর মাদক পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল পুলিশ (Kanjhawala hit and run case witness Nidhi) ৷

ETV Bharat
অঞ্জলির বান্ধবী নিধি

By

Published : Jan 7, 2023, 6:59 PM IST

আগ্রা, 7 জানুয়ারি : দিল্লির কাঞ্ঝাওয়ালায় তরুণী অঞ্জলির মৃত্যুর ঘটনায় সামনে এল নয়া তথ্য ৷ উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, মাদকপাচারের অভিযোগে এর আগে গ্রেফতার করা হয়েছিল অঞ্জলির বান্ধবী নিধিকে ৷ 2020 সালের 6 ডিসেম্বরে গ্রেফতার করা হয় তাঁকে (Kanjhawala hit and run case witness Nidhi arrested earlier for smuggling marijuana) ৷ ওই মামলায় বর্তমানে সে জামিনে মুক্ত আছে ৷

উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লিতে গাড়ির ধাক্কায় স্কুটি থেকে পড়ে মৃত্যু হয় অঞ্জলির ৷ ওই স্কুটিতে সওয়ার ছিল নিধিও ৷ সে আহত হলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ পরে কাঞ্ঝাওয়ালা এলাকা থেকে অঞ্জলির দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ, দুর্ঘটনার পর তরুণীর দেহ আটকে গিয়েছিল গাড়ির চাকায় ৷ সেই অবস্থাতেই তাঁকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে প্রায় 13 কিমি নিয়ে যায় ঘাতক গাড়ির চালক ও তার 4 সঙ্গী ৷ এই ঘটনার একমাত্র সাক্ষী নিধি ৷ পরে তার খোঁজ পায় পুলিশ ৷ এই ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক ও তার বন্ধুদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Delhi Shocker Incident) ৷

আরও পড়ুন:এবার হরদোই ! সাইকেল সওয়ারিকে ধাক্কা মেরে, ঘষটে নিয়ে গেল গাড়ি

পুলিশ জানিয়েছে, 2020 সালের 6 ডিসেম্বর মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল নিধি ও তার দুই সঙ্গীকে ৷ তারা তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে দিল্লিতে মাদক পাচার করছিল ৷ তাদের কাছ থেকে প্রায় 30 কেজি মাদক বাজেয়াপ্ত হয় ৷ প্রথমে রেল পুলিশের নজরে আসে বিষয়টি ৷ এই মামলায় বর্তমানে জামিনে মুক্ত আছে নিধি ৷

অঞ্জলির মৃত্যুর ঘটনায় নিধিকে গ্রেফতার করা হয়েছে বলে জল্পনা ছড়িয়েছিল (Kanjhawala hit and run case) ৷ তবে শনিবার পুলিশ জানিয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ৷ জানা গিয়েছে জিজ্ঞাসাবাদে নিধি পুলিশকে জানিয়েছে, অঞ্জলি সেদিন মদ্যপ অবস্থায় ছিল ৷ স্কুটি চালাতে নিষেধ করা হলেও সে নিধির কথা শোনেনি ৷ নিধির আরও দাবি, সে অঞ্জলিকে বলেছিল তাকে স্কুটি চালাতে দিতে কিন্তু ওই কথায় সে গুরুত্ব দেয়নি ৷ দুর্ঘটনার পর সে ভয় পেয়ে বাড়ি চলে গিয়েছিল বলেও পুলিশের কাছে দাবি করেছে নিধি (Delhi hit and run case)৷

ABOUT THE AUTHOR

...view details