নয়াদিল্লি, 4 জানুয়ারি:দিল্লির কানঝাওয়ালায় (Kanjhawala Case) তরুণীর মৃত্যুর রহস্য আরও ঘনীভূত হচ্ছে ৷ অঞ্জলি সিং-এর বন্ধু নিধি বিবৃতি দিয়ে দাবি করেছেন যে, অঞ্জলি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ৷ যদিও ময়নাতদন্তের রিপোর্ট উলটো কথা বলছে (Autopsy contradicts friend claim)৷ অঞ্জলির পরিবারও একে পূর্ব পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে । তারা নিধির বিবৃতির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে ৷ সেই কারণে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালও এই ঘটনার প্রধান সাক্ষী নিধিকে সন্দেহের জায়গায় রাখছেন ৷
কানঝাওয়ালা ঘটনায় মৃত অঞ্জলির ময়নাতদন্তের রিপোর্ট তাঁর বন্ধু নিধির দাবির সম্পূর্ণ বিপরীত । নিধি মিডিয়াকে বলেছেন যে, দুর্ঘটনার রাতে অঞ্জলি মদ্যপ অবস্থায় ছিলেন ৷ তবে অঞ্জলির ময়নমাতদন্তের রিপোর্ট ইটিভি ভারতের হাতে এসেছে ৷ সেখানে কোথাও অঞ্জলির শরীরে অ্যালকোহলের উপস্থিতির উল্লেখ নেই । এটি নিধির বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করেছে, যিনি বর্তমানে পুলিশের মতে মামলার প্রধান প্রত্যক্ষদর্শী ।
এ দিকে অঞ্জলির শোকস্তব্ধ পরিবার দুর্ঘটনাটিকে 'পরিকল্পিত হত্যা' বলে দাবি করেছে । মৃতের পরিবারের সদস্য ভূপেন্দ্র সিং চৌরাসিয়া বলেন যে, ময়নাতদন্ত রিপোর্টে অ্যালকোহলের কোনও চিহ্ন পাওয়া যায়নি । তাঁর কথায়, "এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা ৷ যখন দুই বন্ধু একসঙ্গে এমন নৃশংস দুর্ঘটনার কবলে পড়লেন, তখন এটা কীভাবে সম্ভব যে একজনের কোনও আঘাতই লাগল না?"