পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 4, 2023, 7:55 PM IST

ETV Bharat / bharat

Kanjhawala Case: অঞ্জলির মৃত্যু রহস্যে নয়া মোড়, বন্ধুর বিবৃতির সঙ্গে মিল নেই ময়নাতদন্তের রিপোর্টের

দিল্লির কানঝাওয়ালায় (Kanjhawala Case) তরুণীর মৃত্যুর রহস্যে নয়া মোড় ৷ তাঁর বন্ধুর বিবৃতি ও মৃতার ময়নাতদন্তের রিপোর্ট সম্পূর্ণ উলটো কথা বলছে (Autopsy contradicts friend claim)৷

Kanjhawala case ETV Bharat
অঞ্জলির মৃত্যু

নয়াদিল্লি, 4 জানুয়ারি:দিল্লির কানঝাওয়ালায় (Kanjhawala Case) তরুণীর মৃত্যুর রহস্য আরও ঘনীভূত হচ্ছে ৷ অঞ্জলি সিং-এর বন্ধু নিধি বিবৃতি দিয়ে দাবি করেছেন যে, অঞ্জলি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ৷ যদিও ময়নাতদন্তের রিপোর্ট উলটো কথা বলছে (Autopsy contradicts friend claim)৷ অঞ্জলির পরিবারও একে পূর্ব পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে । তারা নিধির বিবৃতির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে ৷ সেই কারণে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালও এই ঘটনার প্রধান সাক্ষী নিধিকে সন্দেহের জায়গায় রাখছেন ৷

কানঝাওয়ালা ঘটনায় মৃত অঞ্জলির ময়নাতদন্তের রিপোর্ট তাঁর বন্ধু নিধির দাবির সম্পূর্ণ বিপরীত । নিধি মিডিয়াকে বলেছেন যে, দুর্ঘটনার রাতে অঞ্জলি মদ্যপ অবস্থায় ছিলেন ৷ তবে অঞ্জলির ময়নমাতদন্তের রিপোর্ট ইটিভি ভারতের হাতে এসেছে ৷ সেখানে কোথাও অঞ্জলির শরীরে অ্যালকোহলের উপস্থিতির উল্লেখ নেই । এটি নিধির বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করেছে, যিনি বর্তমানে পুলিশের মতে মামলার প্রধান প্রত্যক্ষদর্শী ।

এ দিকে অঞ্জলির শোকস্তব্ধ পরিবার দুর্ঘটনাটিকে 'পরিকল্পিত হত্যা' বলে দাবি করেছে । মৃতের পরিবারের সদস্য ভূপেন্দ্র সিং চৌরাসিয়া বলেন যে, ময়নাতদন্ত রিপোর্টে অ্যালকোহলের কোনও চিহ্ন পাওয়া যায়নি । তাঁর কথায়, "এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা ৷ যখন দুই বন্ধু একসঙ্গে এমন নৃশংস দুর্ঘটনার কবলে পড়লেন, তখন এটা কীভাবে সম্ভব যে একজনের কোনও আঘাতই লাগল না?"

আরও পড়ুন:চাকায় কিছু আটকে বুঝতে পেরেও গাড়ি থামায়নি চালক, কাঞ্ঝাওয়ালায় তরুণী মৃত্যুর ঘটনায় নয়া তথ্য

দুর্ঘটনার রাতে অঞ্জলির সঙ্গে স্কুটিতে ছিলেন নিধি ৷ তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালকেরা অঞ্জলিকে টেনে নিয়ে যেতে থাকেন যদিও তাঁরা জানতেন মেয়েটি তাঁদের গাড়ির নিচে আটকে আছে । তাঁর কথায়, "গাড়ি আমাদের ধাক্কা দেওয়ার পর, আমি একপাশে পড়ে যাই । আমার বন্ধু গাড়ির নিচে আটকে যায় । ওই লোকগুলো জানত যে একটি মেয়ে আটকে গিয়েছে ৷ তারা তাও ইচ্ছাকৃতভাবে তাঁকে টেনে নিয়ে যায় ৷ আমি ভয় পেয়েছিলাম তাই বাড়ি ফিরে গিয়ে কাউকে কিছু বলিনি ৷"

দিল্লি পুলিশ ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ (CCTV footage in Anjali death case) খুঁজে পেয়েছে যেখানে নিধিকে তাঁর বাড়ির বাইরে রাত 1:37-য় দেখা গিয়েছে । তাঁকে তাড়াহুড়ো করে, দরজায় কড়া নাড়তে এবং তাঁর প্রতিবেশীর কাছ থেকে একটি ফোন চার্জার নিতে দেখা যায় । তাঁর বাড়িতে প্রবেশের আগে তাঁকে তাঁর ফোন থেকে ডায়াল করতেও দেখা যায় । হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুই মহিলা রাত 1:31 -এ হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন -- যা নিধির কাছে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে, ঘটনাস্থল থেকে পালাতে এবং বাড়িতে পৌঁছনোর মধ্যে প্রায় 6 মিনিট সময় পান ৷

ABOUT THE AUTHOR

...view details