সুরাত, 1 এপ্রিল: রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ায় বিজেপিকে তুলোধনা করলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার ৷ তিনি জানান, আদানি ইস্যু থেকে মানুষের মন ঘোরাতেই রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ যিনি রাহুল গান্ধিকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করেছেন সেই জেলা দায়রা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে শুভেচ্ছা জানিয়েছেন, ৷ কারণ এরপরই তাঁর পদোন্নতি হয়েছে এবং তিনি এখন সেশনস কোর্টের বিচারক ৷
কানহাইয়া কুমার এখন গুজরাতের সুরাতে ৷ তাঁর প্রশ্ন, "রামরাজ্যে সীতাকে অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে ৷ তাহলে নরেন্দ্র মোদির বন্ধুকে (গৌতম আদানি) জিজ্ঞাসাবাদ করা হবে না কেন ? আদানি তদন্তে জেপিসি গঠন করার অনুমোদন মিলল না কেন ? এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসি তদন্ত না-করতে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদানিকে বাঁচাচ্ছেন ৷ আদানির শেল কোম্পানিতে 2 লক্ষ কোটি টাকা দেশের বাইরের সম্পদ ৷"
তিনি আরও বলেন, "আমি এ বিষয়ে একমত, যে নরেন্দ্র মোদি নিজের পরিবারের জন্য কিছু করেননি ৷ কিন্তু তাঁর রাজনৈতিক পরিবারের জন্য সবকিছু করেছেন ৷ আর যদি তিনি দাবি করেন যে, তিনি তাঁর দলের জন্য কিছু করেননি ৷ তাহলে আদানি মামলায় জেপিসি তদন্ত শুরু করতে দিচ্ছেন না কেন ?"