পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kanhaiya Kumar : আগামী সপ্তাহে কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া-জিগনেশ

কানহাইয়া কুমার সিপিআই-এর তরুণ তুর্কি ৷ আর জিগনেশ মেওয়ানি গুজরাতের আরডিএএম দলের বিধায়ক ৷ তাঁরা এক সঙ্গে কংগ্রেসে যোগ দিতে পারেন বলে খবর ৷

kanhaiya kumar and jignesh mewani may join congress on september 28
Kanhaiya Kumar : আগামী সপ্তাহে কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া-জিগনেশ

By

Published : Sep 25, 2021, 2:53 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : জল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছিল ৷ এবার সেই জল্পনা সত্যি হওয়ার পথে ৷ সিপিআই (CPI) ছেড়ে এবার কংগ্রেসে (Congress) যোগদান করতে চলেছেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) ৷ ভারতীয় রাজনীতির এই তরুণ তুর্কি আগামী 28 সেপ্টেম্বর রাহুল গান্ধির (Rahul Gandhi) দলে যোগ দিতে পারেন ৷ একটি সূত্রকে উদ্ধৃত করে এই খবরই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷

ওই সংবাদসংস্থার দাবি, ওইদিন কানহাইয়ার সঙ্গে যোগ দিতে পারেন জিগনেশ মেওয়ানিও (Jignesh Mewani) ৷ তিনি গুজরাতের আরডিএএম (RDAM) দলের বিধায়ক ৷ তবে কংগ্রেস বা কানহাইয়ার তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:Adhir Ranjan Chowdhury : বিরোধী-ঐক্য ভাঙতে বিজেপির কাজ করছে তৃণমূল, অভিযোগ অধীরের

এখানে উল্লেখ করা প্রয়োজন যে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে কানহাইয়ার বিরুদ্ধে ৷ কিন্তু সেই অভিযোগ সামনে আসার পর থেকেই দেশজোড়া জনপ্রিয়তা পেয়েছেন এই সিপিআই নেতা ৷ তাঁর বক্তৃতা দেওয়ার ধরনের প্রশংসা করেন অনেকেই ৷

2019 সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2019) বিহারের একটি আসন থেকে তিনি প্রার্থীও হয়েছিলেন ৷ কিন্তু জিততে পারেননি ৷ তার পর থেকে তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি ৷ অভিযোগ ওঠে যে তিনি সম্ভাবনাময় তরুণ নেতা হলেও তাঁকে তাঁর দল সেভাবে ব্যবহার করেনি ৷

আরও পড়ুন:Modi Biden Bilateral Meet: ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করায় জোর, বাইডেনের দৃষ্টিভঙ্গির প্রশংসা মোদির

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তিনি যদি কংগ্রেসে সত্যিই আসেন, তাহলে ইদানীংকালের দলবদলের ইতিহাসে তা হবে সবচেয়ে বড় চমক ৷ তাঁকে সঙ্গে নিলে শক্তি অবশ্যই বাড়বে রাহুল-প্রিয়াঙ্কাদের ৷ যদিও জনপ্রিয়তার পাশাপাশি তাঁর দিকে জনসমর্থন কতটা আছে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷

এছাড়া তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চলছে ৷ সেই মামলায় তিনি দোষী সাব্যস্ত হলে, তাতে সামগ্রিকভাবে কংগ্রেসের ক্ষতি হবে বলেই মত রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন:Sachin Pilot meets CP Joshi : দিল্লি থেকে ফিরেই সি পি জোশির সঙ্গে বৈঠক সচিন পাইলটের

অন্যদিকে জিগনেশ মেওয়ানি দীর্ঘদিন ধরে রাজনীতিতে রয়েছেন ৷ 2017 সালে গুজরাতের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তিনি সেখানে বিজেপি বিরোধিতাকে চরমে তুলেছিলেন ৷ তাই গুজরাতের রাজনীতির নিরিখে তিনি কংগ্রেসে যোগদান করলে 2022 সালে ওই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের আখেরে লাভ হবে বলেই মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details