নয়াদিল্লি, 13 নভেম্বর : 1947 সালে ভারত ভিক্ষার স্বাধীনতা পেয়েছিল ৷ এই মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত ৷ কিন্তু তিনি যে নিজের বক্তব্যে অনড়, শনিবার তা স্পষ্ট করে দিয়েছেন ৷ সমালোচকদের উদ্দেশ্যে তাঁর পালটা প্রশ্ন, 1947 সালে কোন যুদ্ধ হয়েছিল ? পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ, এমন কোনও যুদ্ধ হয়েছে বলে তাঁকে দেখাতে পারলে, তিনি পদ্মশ্রী ফিরিয়ে দেবেন ৷
বলিউডের এই অভিনেত্রী বিতর্কিত মন্তব্যের জন্য ইদানীং বারবার খবরের শিরোনামে এসেছেন ৷ সম্প্রতি তিনি মন্তব্য করেন, 1947 সালে ভিক্ষার স্বাধীনতা এসেছিল ৷ আর 2014 সালে আসল স্বাধীনতা আসে ৷ তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ বিভিন্ন মহলে সমালোচিত হন ৷ এমনকী, যাঁর প্রশংসা করতে গিয়ে কঙ্গনা রানাওয়াত এই মন্তব্য করেন, সেই নরেন্দ্র মোদির দল বিজেপির নেতারাও তাঁর (কঙ্গনা) সমালোচনা করেছেন ৷
আরও পড়ুন :Kangana Ranaut: দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে 2014-তে, কঙ্গনার মন্তব্যে নিন্দার ঝড়
এই পরিস্থিতিতেও পিছু হঠতে নারাজ কঙ্গনা ৷ তাই শনিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তিনি ভুল নন ৷ এদিনের পোস্টগুলিতে তিনি দেশভাগের প্রসঙ্গ তুলেছেন ৷ মহাত্মা গান্ধির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ভগৎ সিংয়ের মৃত্যু না আটকানোর জন্য, নেতাজি সুভাষচন্দ্র বোসকে সমর্থন না করার জন্য ৷ এমনকী বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ ও বিপিনচন্দ্র পালের মতো স্বাধীনতা সংগ্রামীদের বক্তব্যও তুলে ধরেছেন তিনি ৷
কঙ্গনার দাবি, 1857 সালে স্বাধীনতার প্রথম যুদ্ধ হয়েছিল ৷ এছাড়া সুভাষচন্দ্র বোস, রানি লক্ষ্মীবাঈ, বীর সাভারকরের আত্মত্যাগ করেছিলেন স্বাধীনতার জন্য ৷ কিন্তু 1947 সালে তো স্বাধীনতা অর্জনের জন্য কোনও যুদ্ধ হয়নি ৷