পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রঙিন আলপনায় কমলাকে শুভেচ্ছা তামিলনাড়ুর গ্রামের - কমলা হ্যারিস

আলপনার পাশাপাশি কমলার পোস্টার টাঙানো হয় গ্রামে । তাঁর জয় বড় করে উদযাপনের পরিকল্পনা করেন গ্রামবাসী ।

Kamala Harris' ancestral village celebrates her victory
কমলা হ্যারিস-কে শুভেচ্ছা জানালেন তামিলনাড়ুর গ্রামের বাসিন্দারা

By

Published : Nov 8, 2020, 2:00 PM IST

Updated : Nov 8, 2020, 9:48 PM IST

থুলাসেন্দ্রাপুরম, 8 নভেম্বর : ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানালেন তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরমের বাসিন্দারা । রঙিন আলপনা এঁকে তাঁকে শুভেচ্ছা জানান তাঁরা ।

কমলার মা শ্যামলা গোপালন তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরমের বাসিন্দা ছিলেন । পরে তিনি অ্যামেরিকা যান । সেই সূত্রে কমলা হ্যারিসকে নিয়ে প্রথম থেকে উচ্ছ্বাস ছিল ওই গ্রামের বাসিন্দাদের মধ্যে । তাঁর জয় চেয়ে পুজোও দিয়েছিলেন তাঁরা ।

কমলা হ্যারিস-কে শুভেচ্ছা জানালেন তামিলনাড়ুর গ্রামের বাসিন্দারা

ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে সেই গ্রামে উৎসবের আমেজ । আজ সকাল থেকে উচ্ছ্বাসে মেতে ওঠেন বাসিন্দারা । নাচ-গান ও বাজি পুড়িয়ে "ঘরের মেয়ে"-র জয় উদযাপনের পরিকল্পনাও করেছেন তাঁরা । কমলার ছবি দিয়ে পোস্টারও টাঙানো হয় গ্রামে । রঙিন আলপনায় লেখা হয়, "শুভেচ্ছা কমলা হ্যারিস । আমাদের গর্ব অনুভব হচ্ছে । ভানাক্কম অ্যামেরিকা ।"

থুলাসেন্দ্রাপুরমের গ্রাম প্রধান আরুলমোঝি সুধাকর বলেন, "3 নভেম্বর থেকে কমলার জয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম । আমরা খুব খুশি ।"

Last Updated : Nov 8, 2020, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details