কোয়েম্বাটোর, 22 সেপ্টেম্বর: আসন্ন লোকসভা নির্বাচনেও ভোটের ময়দানে কমল হাসান ৷ শুক্রবার অভিনেতা-রাজনীতিক জানিয়েছেন যে, তিনি কোয়েম্বাটোর কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।
এ দিন কোয়েম্বাটোর জেলার অবিনাসী রোডে একটি বেসরকারি হোটেলে সংসদীয় নির্বাচনের বিষয়ে বৈঠকে বসে মক্কল নিধি মাইয়ামের কোয়েম্বাটোর প্রশাসকরা । এই বৈঠকে যোগ দিয়ে এমএনএম সভাপতি কমল হাসান বলেন, "সনাতন শব্দটি উচ্চারণ করায় একটি ছোট শিশুকে মারধর করা হয়েছে । এটাই তাঁর ঠাকুরদা তাঁর ঠাকুরদাকে বলেছিলেন । পেরিয়ারই সেই কথাটি আমাদের বলেছিলেন । ভগবানকে না বলাটা পেরিয়ারের কাজ নয় । পেরিয়ার জীবনের শেষ দিন পর্যন্ত সমাজের মানুষের জন্য বেঁচেছেন । ডিএমকে বা অন্য কোনও দলই পেরিয়ারকে নিজেদের বলে দাবি করতে পারে না । তামিলনাড়ু পেরিয়ারকে নিজের মতো করে উদযাপন করবে । সাম্প্রতিক সময়ে যা ঘটছে তার প্রশংসা করে না কেন্দ্রীয় সরকার ।"
এ দিন কমল হাসান বলেন, "শিগগিরই সংসদ নির্বাচন করবে কেন্দ্রীয় সরকার । গত নির্বাচনে জয়ী হলে বিধায়ক হতাম ৷ তা না হলেও, (কমল হাসান কোয়েম্বাটোর দক্ষিণে বিজেপি প্রার্থী বনথী শ্রীনিবাসনের কাছে হেরে যান) আমি সরল চিত্তে হেঁটেছি । তখনও আমার মুখে কোনও বিষণ্ণতা ছিল না ।"