পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tea Garden reopen in Darjeeling : দু'বছর পর বন্ধ থাকা কালেজ ভ্যালি চা বাগান খুলল, খুশির হাওয়া পাহাড়ে - Tea Garden reopen in Darjeeling

শুক্রবার থেকে খুলে গেল দীর্ঘ দু'বছর বন্ধ থাকা দার্জিলিংয়ের কালেজ ভ্যালি চা বাগান (Kalej valley tea garden reopen after two years break ) । 2019 সালের 1 জানুয়ারি থেকে বন্ধ ছিল এই বাগান । অবশেষে নতুন মালিক সিলকন অ্যাগ্রো টি কোম্পানির সঙ্গে বৈঠকের পর কেটে গেল সমস্ত জট ৷

Kalej valley tea garden reopens after a two years break
খুলে গেল দীর্ঘ দু'বছর বন্ধ থাকা চা বাগান

By

Published : Dec 10, 2021, 4:08 PM IST

দার্জিলিং, 10 ডিসেম্বর : শুক্রবার থেকে খুলে গেল দীর্ঘ দু'বছর বন্ধ থাকা দার্জিলিংয়ের কালেজ ভ্যালি চা বাগান (Kalej valley tea garden reopen after two years break )। শ্রম দফতরের দু'দফা বৈঠকের পর নেওয়া হয় এই সিদ্ধান্ত । বাগানের নতুন মালিকানা পেল সিলকন অ্যাগ্রো টি কোম্পানি । স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে বাগান-শ্রমিকদের মধ্যে ।

পাহাড়, তরাই এবং ডুয়ার্স মিলিয়ে বন্ধ হয়ে ছিল মোট 16টি চা বাগান । যার মধ্যে দু‘টি চা বাগান আগেই খুলে গিয়েছে । আর এদিন আরও একটি সুখবর পেলেন চা শ্রমিকরা । বন্ধ থাকা বাকি বাগানগুলিও দ্রুত খোলার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার ।

কয়েকদিন আগেই শ্রমমন্ত্রী বেচারাম মান্না এক বৈঠকে কালেজ ফিল্ড ও পেশক চা বাগান খোলার কথা জানিয়েছিলেন । কালেজ ভ্যালি চা বাগান খোলার জন্য প্রথম দফার বৈঠক হয় 29 নভেম্বর । এরপর গত বৃহস্পতিবার সম্পন্ন হয় শেষদফার বৈঠক। শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই চা বাগানে প্রায় 600 কর্মী রয়েছেন ।

2019 সালের 1 জানুয়ারি থেকে চা বাগান বন্ধ ছিল । এদিন শিলিগুড়ির শ্রম দফতরের মোর্চা, তৃণমূল কংগ্রেস, প্ল্যান্টেনার্স অ্যাসোসিয়েশন-সহ চারটি ট্রেড ইউনিয়ন এবং সিলকন অ্যাগ্রো টি কোম্পানির মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেন যুগ্ম শ্রম-আধিকারিক মহম্মদ রিজওয়ান । সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় 10 ডিসেম্বর থেকে নতুন মালিকের পরিচালনায় ফের খুলবে এই চা বাগান । মোট তিন ধাপে 100 শতাংশ বকেয়া বেতন দিতে রাজি হয়েছে সিলকন অ্যাগ্রো টি কোম্পানি ।

আরও পড়ুন :আগামী জানুয়ারি থেকেই ন্যুনতম মজুরির আওতায় বাগান শ্রমিকরা, আশ্বাস বেচারাম মান্নার


শুক্রবারই বকেয়ার 40 শতাংশ টাকা তুলে দেওয়া হয় শ্রমিকদের হাতে । জানা গিয়েছে, নতুন বছরের জুন মাসের মধ্যে বাকি টাকাও পেয়ে যাবেন শ্রমিকরা। বাকি 60% টাকার প্রথম কিস্তি দেওয়া হবে 2022 সালের মার্চ মাসে এবং পরবর্তী কিস্তি দেওয়া হবে জুন মাসে । পাশাপাশি গ্র্যাচুইটি-সহ পিএফ-এর বকেয়াও মিটিয়ে দেবে মালিকপক্ষ । এবিষয়ে যুগ্ম শ্রম আধিকারিক মহম্মদ রিজওয়ান বলেন, "মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ বাগানে শান্তি বজায় রাখার জন্য সহমত । সরকার সবুজ সংকেত দিলেই নতুন মালিকপক্ষ শ্রমিকদের ন্যুনতম মজুরি দিতেও প্রস্তুত । এমনকি 2016-17 সালের বকেয়া বোনাসের 50% টাকাও আগামী বছরের দুর্গাপূজার আগে দিয়ে দেওয়া হবে । তাই এই বাগান খুলে দেওয়া হল । এই বাগান খুলে যাওয়ায় আপাতত আর 5টি বাগান বন্ধ রয়েছে । সেগুলিও দ্রুত খোলার জন্য চেষ্টা চালানো হচ্ছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details