পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব়্যাগিংয়ের অভিযোগ, দক্ষিণের বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে সাসপেন্ড 78 পড়ুয়া - ব়্যাগিংয়ের অভিযোগ

Ragging in Kakatiya University: জুনিয়র পড়ুয়ারা ব়্যাগিংয়ের অভিযোগ জানায় ৷ এরপরই তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ সাসপেন্ড হয় বহু ছাত্রী ৷ জানা গিয়েছে, ব়্যাগিং এখানে নিত্যদিনের ঘটনা ৷

ETV Bharat
পড়ুয়াদের সাসপেন্ড করল কাকাতিয়া বিশ্ববিদ্যালয়

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 1:20 PM IST

হানামকোন্ডা, 24 ডিসেম্বর: কমপক্ষে 78 জন পড়ুয়াকে হস্টেল থেকে সাসপেন্ড করল কাকাতিয়া বিশ্ববিদ্যালয় ৷ তাঁদের বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ তুলেছেন জুনিয়র পড়ুয়ারা ৷ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের এই বিশ্ববিদ্যালয়ে ওই পড়ুয়াদের এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম এত সংখ্যক পড়ুয়াকে একসঙ্গে সাসপেন্ড করার ঘটনা ঘটল ৷

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা মহিলা পড়ুয়াদের ব়্যাগিং করে বলে অভিযোগ ৷ ওই ছাত্রীরা স্নাতকোত্তরের প্রথম বর্ষে পড়েন ৷ জুনিয়র ছাত্রছাত্রীরা এ নিয়ে অভিযোগ জানায় ৷

এই অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-ব়্যাগিং মনিটরিং কমিটি একটি তদন্ত চালায় ৷ তারপর প্রাথমিক তদন্ত রিপোর্ট হাতে পেয়ে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ডিরেক্টর এই পদক্ষেপ করেন ৷ তিনি পদ্মাবতী হস্টেল থেকে অভিযুক্ত স্নাতকোত্তর স্তরের মহিলা পড়ুয়াদের এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেন ৷

রিপোর্টে আরও জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং প্রতিদিনের ঘটনা ৷ কেইউ হস্টেলের ডিরেক্টর আচার্য ওয়াই ভেঙ্কাইয়া এই ব়্যাগিংয়ের ঘটনা এবং পড়ুয়াদের সাসপেন্ড করার বিষয়টি নিশ্চিত করেছেন ৷ তিনি আরও জানিয়েছেন, তদন্ত চলছে ৷ তবে আরও কেউ এই ঘটনায় জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে ৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আশ্বস্ত করেছেন, প্রমাণ পেলে দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে ৷ এই ঘটনায় ইউজিসির ব়্যাগিং প্রতিরোধ নীতির প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে ৷ উচ্চশিক্ষা প্রতিষ্ঠাগুলিতে ব়্যাগিং মোকাবিলায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতি প্রয়োগ করা হয়েছে ৷

এর আগে অগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার মৃত্যুতে ব়্যাগিংয়ের অভিযোগ ওঠে ৷ রাতে ওই পড়ুয়া হস্টেলের বারান্দা থেকে নীচে পড়ে যায় ৷ সে প্রথম বর্ষের পড়ুয়া ছিল ৷ অক্টোবর মাসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ব়্যাগিংয়ের কারণে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের প্রতিবাদ মিছিল আদিবাসী পড়ুয়াদের
  2. যাদবপুরের পর এবার শহরের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিংয়ের অভিযোগ
  3. স্বপ্নদীপের মৃত্যুতে ব়্যাগিংয়ের অভিযোগ, প্রশ্নের মুখে যাদবপুর

ABOUT THE AUTHOR

...view details