মুজফফরপুর (বিহার), 13 ডিসেম্বর: লক-আপে বসে চা (Tea in prison) পান করছেন মানুষজন ৷ না, সংশোধনাগার নয় ৷ সেটা চায়ের দোকান ৷ যা তৈরি হয়েছে সংশোধনাগারের থিমে ৷ 'এমবিএ চাওয়ালা', 'গ্র্যাজুয়েট চাওয়ালি'র পর এ বার টক অফ দ্য টাউন 'কয়েদি চাওয়ালা' (Kaidi Chaiwala)৷ যাঁর দোকানে কেউ চা খেতে এলে তাঁদের বসানো হয় 'লক-আপ'-এ ৷ সংশোধনাগারের মতোই লোহার গারদের পেছনে বসে চলছে চায়ে পে চর্চা ৷
বিহারের মুজফফরনগরের (Bihar News) এই চায়ের দোকানের মালিক অনিকেত কুমার ৷ এমবিএ পাশ করা এই যুবকের কথায়, "এই চায়ের দোকান খোলার পর থেকে চার মাস হয়ে গেল ৷ আমি ক্রেতাদের থেকে ভালো সাড়া পাচ্ছি ৷" যুব সম্প্রদায়ের জন্য তাঁর বার্তা, "আয়ের জন্য কবে চাকরি মিলবে, তার উপর ভরসা করে বসে থাকা উচিত না ৷ বরং নিজস্ব ব্যবসা খোলার উদ্যোগ নেওয়া উচিত ৷ সবসময় আপনাকে সরকারি চাকরিই পেতে হবে এমনটা নয় ৷ ব্যবসাও করা যেতে পারে ৷ শুধু লক্ষ্যটা স্থির থাকা প্রয়োজন ৷