বারনালা (পঞ্জাব), 23 অক্টোবর: পুলিশকর্মীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল কবাডি খেলোয়াড়ের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, ওই খেলোয়াড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের বারনালা শহরে ৷ শহরের 25 একর নামে একটি জায়গায় কবাডি খেলোয়াড় এবং একটি রেস্তোরাঁর কর্মীদের মধ্যে ঝামেলা বাধে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সিটি ওয়ান থানার পুলিশ ৷ এরপর কবাডি খেলোয়াড়দের সঙ্গে পুলিশের বচসা বাধে ৷ বচসা থেকে তা হাতাহাতিতে গড়ায় ৷ এক কবাডি খেলোয়াড় ওই পুলিশকর্মীকে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ ৷ গুরুতর জখম হন ওই পুলিশকর্মী ৷ পরে হাসপাতালে ওই পুলিশ কর্মীর মৃত্যু হয় ৷
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার রাতে কয়েকজন কবাডি খেলোয়াড় একটি রেস্তোরাঁয় বসে গল্পগুজব করছিলেন ৷ রেস্তোরাঁর এক কর্মী বিল নিয়ে এলে তা নিয়ে রেস্তোরাঁর মালিকের সঙ্গে ওই খেলোয়াড়দের তর্কাতর্কি শুরু হয় ৷ এই সময় বিপদ বুঝে রেস্তোরাঁর মালিক তাড়াতাড়ি পুলিশকে ফোন করেন ৷ খবর পেয়ে পুলিশও তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ৷ ওই পুলিশ দলের মধ্যে ছিলেন পুলিশকর্মী হাবিলদার দর্শন সিং ৷