নয়াদিল্লি, 18 অক্টোবর: বিমানের জ্বালানির (Jet Fuel) উপর কর ছাড়ের আবেদন করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ৷ পশ্চিমবঙ্গ-সহ আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে তিনি এই অনুরোধ করেছেন ৷ তাঁর বক্তব্য, করোনা অতিমারীর (Covid Pandemic) পর বিমানে যাতায়াতের সংখ্যা বেড়েছে ৷ সেই কারণে এই কর ছাড় দেওয়া উচিত ৷
মঙ্গলবার নয়াদিল্লিতে একটি সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সিন্ধিয়া ৷ সেখানেই তিনি এই কথা জানান ৷ যে আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেছেন সিন্ধিয়া, সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে - গোয়া, অসম, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার ও তামিলনাড়ু ৷
তাঁর আরও বক্তব্য, ছোট শহরগুলি থেকে বিমানযাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ করোনার আগে অন্তর্দেশীয় বিমানযাত্রীর সংখ্যা যা ছিল, এখন সেই সংখ্যার কাছাকাছি চলে এসেছে ৷ দু’দিন যাত্রী সংখ্যা 4 লক্ষ পেরিয়ে গিয়েছিল ৷