মুম্বই, 24 নভেম্বর : কলকাতায় আরও একটা বিমানবন্দর করতে চায় কেন্দ্রীয় সরকার ৷ তার জন্য জায়গা খোঁজার কাজ চলছে (union minister jyotiraditya scindia said government is searching to build second airport in kolkata) ৷ বুধবার মুম্বইয়ে এই কথা জানান অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Civil Aviation Minister Jyotiraditya Scindia) ৷ কেন্দ্রের এই উদ্যোগে অংশগ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন জানিয়েছেন তিনি (Scindia urged West Bengal Chief Minister Mamata Banerjee to come forward to participate in this project) ৷
এদিন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা ছিল (Annual Session and AGM of the Indian Chamber of Commerce) ৷ সেই অনুষ্ঠানে ভার্চুয়ালে মাধ্যমে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী ৷ নিজের বক্তৃতার সময় তিনি এই বিষয়টি উল্লেখ করেন ৷ জানান, দেশের মেট্রো শহরগুলিতে নতুন বিমানবন্দর তৈরির দিকে নজর দিতে চাইছে কেন্দ্র ৷ সেই কারণেই কলকাতাতেও নতুন একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা করা হয়েছে ৷
আরও পড়ুন :Mamata will meet Modi today : আজ বিকেলে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর মমতার
তিনি জানান, দেশের মেট্রো শহরের বিমানবন্দরগুলিতে যাত্রী সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই নতুন বিমানবন্দর তৈরির প্রয়োজনীয়তা তৈরি হয়েছে ৷ দিল্লি ও মুম্বইয়ে নতুন বিমানবন্দরের ভবন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ৷ কিন্তু কলকাতা-সহ অন্য রাজ্যগুলিতে জায়গা খুঁজে বের করা প্রয়োজন ৷