নয়াদিল্লি, 16 জুলাই: রোজ সকাল 9টা থেকেই সুপ্রিম কোর্ট (Supreme Court) শুরু হয়ে যাওয়া উচিত ৷ এমনটাই মনে করেন ভারতের ভাবী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত (Justice Uday Umesh Lalit) ৷ শুক্রবার একটি শুনানি উপলক্ষে নির্ধারিত সময়ের একঘণ্টা আগেই তিন সদস্যের একটি বেঞ্চ কাজ শুরু করে দিয়েছিল ৷ সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন বিচারপতি ললিত ৷ তাঁর যুক্তি, ছোট শিশুরা যদি সকাল 7টায় স্কুলে পৌঁছে যেতে পারে, তাহলে আদালতের কাজও সকাল 9টা থেকে শুরু করা সম্ভব ৷
প্রতিদিন সকাল 10টা 30 মিনিটে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয় ৷ কিন্তু, শুক্রবার সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি শুরু হয় একঘণ্টা আগে, অর্থাৎ সকাল 9টা 30 মিনিটে ৷ সেই বেঞ্চের অন্যতম সদস্য হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি ললিত ৷ তখনই তিনি বলেন, "বাচ্চারা যদি সকাল 7টায় স্কুলে পৌঁছে যেতে পারে, তাহলে বিচারপতি এবং আইনজীবীরা কেন সকাল 9টায় তাঁদের কাজ শুরু করতে পারবেন না ?" আদালত সূত্রে জানা গিয়েছে, বেঞ্চের কাজ নির্ধারিত সময়ের একঘণ্টা আগে শুরু হওয়ায় আনন্দ প্রকাশ করেছিলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি (Mukul Rohatgi) ৷ তার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট মন্তব্যটি করেন বিচারপতি ললিত ৷
আরও পড়ুন:Nine SC judges : সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবার একসঙ্গে শপথ 3 মহিলা বিচারপতি সহ 9 জনের
শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের 2 নম্বর ঘরে বসেছিল বিচারপতি ললিতের বেঞ্চ ৷ সঙ্গে ছিলেন বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া ৷ এজলাসে উপস্থিত মুকুল রোহতগি বলেন, "সকাল 9টা 30 মিনিটে শুনানি শুরু হওয়াটা আরও ভালো ৷" এর জবাবে বিচারপতি ললিত বলেন, তাঁর বরাবরই মনে হয়েছে, শুনানি আরও আগে শুরু হওয়া উচিত ৷ তাঁর কথায়, "আমাদের প্রতিদিন সকাল 9টাতেই কাজ শুরু করা উচিত ৷" এভাবেই বিচারপতি ও আইনজীবীরা স্কুলপড়ুয়াদের সামনে দৃষ্টান্ত তৈরি করতে পারেন ৷
বিচারপতি ললিতের প্রস্তাব হল, যখন কোনও মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন থাকে না, সেক্ষেত্রে সকাল 9টাতেই এজলাস বসতে পারে ৷ বেলা 11টা 30 মিনিট পর্যন্ত শুনানি চলার পর বিচারপতি ও আইনজীবীরা আধঘণ্টার বিরতি নিতে পারেন ৷ তারপর ফের দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত শুনানি প্রক্রিয়া চলতে পারে ৷ বিচারপতি ললিত মনে করেন, এর ফলে সন্ধেবেলা কাজ করার সুযোগ বাড়বে ৷
প্রসঙ্গত, বর্তমান নিয়ম অনুসারে, প্রতিদিন সকাল 10টা 30 মিনিটে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয় ৷ শুনানি চলে বিকেল 4টে পর্যন্ত ৷ মাঝখানে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি নেন বিচারপতিরা ৷ বিচারপতি ললিত এই নিয়মের সংস্কারের পক্ষেই সওয়াল করেছেন ৷ উল্লেখ্য, আগামী অগাস্ট মাসে মাসেই প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন বিচারপতি এন ভি রামানা (Chief Justice N V Ramana) ৷ আগামী 27 অগাস্ট তাঁর হাত থেকে দায়িত্বভার গ্রহণ করবেন বিচারপতি উদয় উমেশ ললিত ৷ তবে, এই পদে খুব বেশি দিন থাকবেন না তিনি ৷ তাঁর কাজের মেয়াদ শেষ হবে আগামী 8 নভেম্বর ৷